কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

জাতীয় কৃষক দিবস

এক সমৃদ্ধ জাতির লক্ষ্যে ‘অন্নদাতা’-দের ক্ষমতায়ন

Posted On: 22 DEC 2024 4:57PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ ডিসেম্বর ২০২৪

 

সূচনা 

কৃষকরা জাতির প্রাণশক্তি, তাঁরা ‘অন্নদাতা’, তাঁরাই ভারতের সমৃদ্ধির ভিত্তি। তাঁদের অক্লান্ত পরিশ্রম জাতিকে খাদ্য যোগায়, গ্রামীণ অর্থনীতিকে বাঁচিয়ে রাখে, প্রতিটি পরিবারের বাঁচার রসদ যোগায়। তাঁদের অসামান্য অবদানকে স্বীকৃতি জানিয়ে প্রতি বছর ২৩ ডিসেম্বর দিনটি জাতীয় কৃষক দিবস হিসেবে উদযাপিত হয়। এই দিনটি দেশের পঞ্চম প্রধানমন্ত্রী শ্রী চৌধুরী চরণ সিং-এর জন্মদিন। বিভিন্ন গ্রামীণ সমস্যার বিষয়ে তাঁর গভীর উপলব্ধি এবং কৃষক কল্যাণে তাঁর অবিচল ভূমিকার জন্য তিনি সুপরিচিত। এই দিনটি আমাদের কৃষকদের নিষ্ঠা এবং জাতির অগ্রগতিতে তাঁদের প্রধান ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার দিন। 

কৃষকদের এই ভূমিকাকে স্বীকৃতি দিয়ে ভারত সরকার তাঁদের আর্থসামাজিক উত্তরণ এবং কৃষির সুস্থিত বিকাশের লক্ষ্যে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পিএম-কিষাণ), প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (পিএম-এফবিওয়াই), প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা (পিএম-কেএমওয়াই)-র মতো বিভিন্ন প্রকল্প কৃষকদের আর্থিক সুরক্ষা, ঝুঁকি হ্রাস এবং দীর্ঘমেয়াদী সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে চালু করা হয়েছে। 


জাতি গঠনে কৃষকদের ভূমিকা 

ভারতের কৃষি ক্ষেত্র দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি এবং জাতি গঠনের অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক কৃষি ক্ষেত্রেই কাজ করে। ২০২৩-২৪ আর্থিক বছরের মূল্যমানে দেশের মোট মূল্য সংযোজনের (Gross Value Added - GVA) ১৭.৭ শতাংশ আসে কৃষি ক্ষেত্র থেকে। দেশের মোট ৩২ কোটি ৮৭ লক্ষ হেক্টর জমির প্রায় ৫৪.৮ শতাংশ কৃষি জমি হিসেবে চিহ্নিত। শস্য ফলনের হার ১৫৫.৪ শতাংশ (২০২১-২২ সালের জমি ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান অনুসারে)। অত্যাবশ্যক এই ক্ষেত্রের মেরুদন্ড হলেন কৃষকরা। শুধু চাষ করার মধ্যেই তাঁদের ভূমিকা সীমাবদ্ধ নয়, তাঁরা গ্রামোন্নয়ন ও জাতি গঠনের স্থপতি, লক্ষ লক্ষ মানুষের খাদ্য সুরক্ষা এবং জীবনধারনের ব্যবস্থাপক। কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনের মাধ্যমে তাঁরা প্রাণবন্ত ও সমৃদ্ধ ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

২০২৩-২৪ সালে দেশে ৩৩ কোটি ২২ লক্ষ টন খাদ্য শস্যের উৎপাদন হয়েছে, যা এক সর্বকালীন রেকর্ড। গতবছর ৩২ কোটি ৯৭ লক্ষ টন খাদ্যশস্য উৎপাদিত হয়েছিল। জাতির জন্য খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করতে ভারতীয় কৃষকরা কতটা দৃঢ় সংকল্পবদ্ধ, এই পরিসংখ্যান তারই প্রমাণ। 


ভারতের কৃষকদের জন্য প্রধান প্রকল্পগুলি

কৃষক কল্যাণ এবং তাঁদের জীবিকার উন্নয়নে ভারত সরকার পিএম কিষাণ, পিএম এফবিওয়াই, পিএম কেএমওয়াই-এর পাশাপাশি ভর্তুকিযুক্ত সুদে ঋণ (Modified Interest Subvention Scheme -MISS), কিষাণ ক্রেডিট কার্ড, কৃষি পরিকাঠামো তহবিলের মতো বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এগুলির মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা, শস্যের বীমা, সহজে ঋণ, কৃষি পরিকাঠামো উন্নয়ন প্রভৃতির ব্যবস্থা করা হচ্ছে। 


অভূতপূর্ব বাজেট বরাদ্দ

২০১৪ সাল থেকে সরকার কৃষি ক্ষেত্রের বাজেট বরাদ্দ উল্লেখযোগ্য ভাবে বাড়িয়েছে। ২০১৩-১৪ আর্থিক বছরে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের বাজেট বরাদ্দ ছিল ২১,৯৩৩.৫০ কোটি টাকা। ২০২৪-২৫ আর্থিক বছরে এই বরাদ্দ সাড়ে পাঁচ গুণের বেশি বেড়ে হয়েছে ১,২২,৫২৮.৭৭ কোটি টাকা।

অভূতপূর্ব এই বৃদ্ধি এক কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কৃষি ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কৃষকদের সামনে থাকা চ্যালেঞ্জগুলির মোকাবিলা এবং সুস্থিত উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে। বর্ধিত বাজেট বরাদ্দের লক্ষ্য হল গ্রামীণ পরিকাঠামোর উন্নয়ন, আধুনিক কৃষি পদ্ধতির প্রসার, সহজ শর্তে কৃষি ঋণ এবং বিভিন্ন কৃষি প্রকল্প ও উদ্যোগে আর্থিক সহায়তা সুনিশ্চিত করা। এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ শুধু কৃষক কল্যাণই ত্বরান্বিত করে না, কৃষির উৎপাদনশীলতা ও গ্রামীণ সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। এর থেকে কৃষি ক্ষেত্রে বিকাশ ও উন্নয়নে সরকারের দৃঢ় অঙ্গীকারের পরিচয়ও পাওয়া যায়। 


অন্যান্য উল্লেখযোগ্য উদ্যোগ

নমো ড্রোন দিদি – 
২০২৪-২৫ ও ২০২৫-২৬ আর্থিক বছরে এই প্রকল্পের জন্য ১,২৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর লক্ষ্য হল ১৫,০০০ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর হাতে ড্রোন তুলে দিয়ে তাঁদের ক্ষমতায়ন। এই ড্রোনগুলি কৃষি ক্ষেত্রে ভাড়ায় দেওয়া হবে। সার ও কীটনাশক ছড়ানোর কাজে এগুলি ব্যবহৃত হবে। প্রকল্পের আওতায় ড্রোনের দাম, সহায়ক সরঞ্জাম প্রভৃতির জন্য ৮০ শতাংশ কেন্দ্রীয় আর্থিক সহায়তা দেওয়া হবে, যার সর্বোচ্চ পরিমাণ ৮ লক্ষ টাকা। ২০২৪ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত কিষাণ ড্রোনের প্রসারের জন্য ১৪১.৪১ কোটি টাকা দেওয়া হয়েছে। 

সয়েল হেল্থ কার্ড প্রকল্প-
২০১৫ সালে শুরু হওয়া এই প্রকল্পের লক্ষ্য হল মাটির স্বাস্থ্যের উন্নয়ন এবং সারের দক্ষ ব্যবহারে সচেতনতা বৃদ্ধি। এপর্যন্ত ২৪ কোটি ৬০ লক্ষেরও বেশি কার্ড দেোয়া হয়েছে। এর মধ্যে ২০২৩-২৪ সালে দেওয়া হয়েছে ৩৬.৬১ লক্ষ কার্ড। জমি উর্বরতা সংক্রান্ত মানচিত্র তৈরির জন্য সরকার ২০২৫-২৬ সালের মধ্যে ৫ কোটি মাটির নমুনা পরীক্ষার পরিকল্পনা নিয়েছে। 

১০,০০০ কৃষক উৎপাদক সংস্থার গঠন ও প্রসার – 
২০২০ সালে সরকার এই প্রকল্পের সূচনা করে। এর জন্য বাজেট বরাদ্দ হল ৬,৮৬৫ কোটি টাকা। এর লক্ষ্য হল ১০,০০০ কৃষক উৎপাদক সংস্থার (এফপিও) গঠন ও প্রসার। এপর্যন্ত ৯,৪১১টি এফপিও গঠিত হয়েছে। উপকৃত হচ্ছেন ২৬.১৭ লক্ষ কৃষক। 

কিষাণ কবচ – 
২০২৪ সালের ১৭ ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং কিষাণ কবচের আনুষ্ঠানিক প্রকাশ করেন। এটি ভারতের প্রথম কীটনাশক প্রতিরোধী বডিস্যুট। এর লক্ষ্য হল কীটনাশকের ক্ষতিকারক প্রভাব থেকে কৃষকদের রক্ষা করা। কৃষক সুরক্ষায় এ এক যুগান্তকারী পদক্ষেপ। 

ক্লিন প্ল্যান্ট কর্মসূচি –
২০২৪ সালের ৯ আগস্ট কেন্দ্রীয় মন্ত্রিসভা এই কর্মসূচির অনুমোদন দেয়। এজন্য ১,৭৬৫.৬৭ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়। এর লক্ষ্য হল রোগমুক্ত উপাদানের সাহায্যে বিভিন্ন হর্টিকালচার শস্যের গুণমাণ ও উৎপাদনশীলতা বাড়ানো। 

ডিজিটাল কৃষি মিশন –
২০২৪ সালের ২ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা এই মিশনের অনুমোদন দেয়। এজন্য মোট বরাদ্দ ২,৮১৭ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রের ভাগ ১,৯৪০ কোটি টাকা। এটি ডিজিটাল কৃষি সংক্রান্ত একটি সার্বিক প্রকল্প, যার আওতায় ডিজিটাল কৃষির বিভিন্ন উদ্যোগকে সহায়তা করা হয় এবং ডিজিটাল কৃষি পরিকাঠামো তৈরি করা হয়। এর আওতায় সাধারণ শস্য সংক্রান্ত ডিজিটাল সমীক্ষা চালানো হয়। 

ই-এনডাব্লুআর ভিত্তিক বন্ধকি অর্থের যোগানে ঋণ নিশ্চয়তা প্রকল্প (সিজিএস-এনপিএফ)–
২০২৪ সালের ১৬ ডিসেম্বর সরকার এই প্রকল্পের সূচনা করেছে। এজন্য ১ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় কৃষকরা তাঁদের উৎপাদিত শস্য Warehousing Development and Regulatory Authority (WDRA)-এর অনুমোদিত গুদামে রেখে তা বন্ধক দিয়ে ঋণ পেতে পারেন। 

ভোজ্য তেল – তৈলবীজ সংক্রান্ত জাতীয় মিশন – 
২০২৪ সালের ৩ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পের অনুমোদন দেয়। এজন্য মোট ১০,১০৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই মিশনের লক্ষ্য হল তৈলবীজের দেশীয় উৎপাদন বাড়ানো এবং ভোজ্য তেলে স্বনির্ভরতা অর্জন করা। ২০২৪-২৫ থেকে ২০৩০-৩১ সাল পর্যন্ত ৭ বছর ধরে এই মিশনটি রূপায়িত হবে। 

প্রাকৃতিক কৃষি সংক্রান্ত জাতীয় মিশন – 
২০২৪ সালের ২৫ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পের অনুমোদন দেয়। প্রকল্পের মোট বরাদ্দ ২,৪৮১ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের ভাগ ১,৫৮৪ কোটি টাকা, রাজ্যগুলির ভাগ ৮৯৭ কোটি টাকা। দেশজুড়ে রাসায়নিক-মুক্ত প্রাকৃতিক কৃষি পদ্ধতির প্রসার ঘটানো এই মিশনের লক্ষ্য। 


উপসংহার

ভারত সরকার কৃষক কল্যাণ এবং কৃষি ক্ষেত্রের সুস্থিত বিকাশে কতটা দৃঢ় সংকল্পবদ্ধ, এই সব প্রকল্প ও উদ্যোগগুলি তারই জলন্ত প্রমাণ। এগুলির মাধ্যমে সরকার কেবল যে কৃষকদের আর্থিক সুরক্ষা সুনিশ্চিত করছে তাই নয়, একই সঙ্গে উৎপাদনশীলতা বাড়াতে এবং বাজারকে কৃষকদের নাগালের মধ্যে আনতে চাইছে। খাদ্য শস্যের রেকর্ড উৎপাদন এবং পরিকাঠামো ও ডিজিটাল কৃষির প্রসার, এক প্রাণবন্ত প্রগতিশীল কৃষি পরিমণ্ডলের ভিত্তি স্থাপন করছে। আজ আমরা যখন জাতীয় কৃষক দিবস উদযাপন করছি, তখন এই উদ্যোগগুলি অব্যাহত ভাবে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। অন্নদাতাদের ক্ষমতায়ন যাতে হয়, তাঁরা যাতে ভারতের উন্নয়নযাত্রার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে থাকেন, তা আমাদের সুনিশ্চিত করতে হবে। 


তথ্যসূত্র :
•    https://pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=152035&ModuleId=3&reg=3&lang=1
•    https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2085018&reg=3&lang=1 
•    https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2082792
•    https://www.ibef.org/industry/agriculture-india
•   http:// https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2002012
•    https://agriwelfare.gov.in/Documents/AR_English_2023_24.pdf
•    https://www.ibef.org/economy/economic-survey-2023-24
•    https://sansad.in/getFile/loksabhaquestions/annex/183/AS104_5nFjVe.pdf?source=pqals
•    https://sansad.in/getFile/loksabhaquestions/annex/183/AU3627_NT8yLR.pdf?source=pqals
•    https://sansad.in/getFile/loksabhaquestions/annex/183/AU2378_hJibHn.pdf?source=pqals
•    https://sansad.in/getFile/loksabhaquestions/annex/183/AU2975_gCf9k8.pdf?source=pqals
•   http:// https://x.com/fooddeptgoi/status/1868548414990094532
•    https://sansad.in/getFile/loksabhaquestions/annex/183/AS214_GZpVEb.pdf?source=pqals
•   http:// https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034943
•    https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2058534#:~:text=The%20total%20Foodgrain%20production%20in,LMT%20achieved%20during%202022%2D23.
•    https://pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=153587&ModuleId=3&reg=3&lang=1
•   http:// https://pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=153583&ModuleId=3&reg=3&lang=1
•   http:// https://icar.gov.in/icar-institutes-celebrates-farmers-day-2023

 

PG/SD/AS


(Release ID: 2087756) Visitor Counter : 166


Read this release in: English , Urdu , Hindi