কৃষিমন্ত্রক
ভারতকে বিশ্বের খাদ্য ভাণ্ডারে পরিণত করতে চেষ্টার কোনো ত্রুটি রাখবে না সরকার : কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান
Posted On:
23 DEC 2024 3:34PM by PIB Kolkata
নতুন দিল্লি ২৩ ডিসেম্বর ২০২৪
দেশের গড় অভ্যন্তরীণ উৎপাদনে কৃষি ক্ষেত্রের অবদানের হার ১৮ শতাংশ। করোনার সময় গোটা বিশ্ব জেনে গিয়েছিল যে, অন্য দেশের তুলনায় কৃষি ক্ষেত্রে ভারত অনেক বেশি শক্তিশালী। এই ক্ষেত্রকে আরও শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার। কৃষি ক্ষেত্রের প্রতি মোদী সরকারের অঙ্গীকারের কথা জানিয়ে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ভারতকে বিশ্বের খাদ্য ভাণ্ডারে পরিণত করতে চেষ্টার কোনো ত্রুটি রাখবে না কেন্দ্রীয় সরকার। পুণেতে গোখেল ইনস্টিটিউট অফ পলিটিক্স অ্যান্ড ইকনোমিক্স (এইআরসি)-এর প্ল্যাটিনাম জুবিলি সম্মেলনে তিনি বলেন, গবেষকদের কাজ শুধুমাত্র গবেষণাগারেই সীমাবদ্ধ রাখলে চলবে না, তার সুফল কৃষকদের কাছেও পৌঁছে দিতে হবে।
নির্বিচারে সার ব্যবহারের বিরুদ্ধে মত প্রকাশ করে শ্রী চৌহান বলেন, এই মুহূর্তে আমাদের প্রাকৃতিক উপায়ে চাষাবাদের দিকে নজর দিতে হবে এবং এর সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সরকার কৃষকদের উৎপাদিত পণ্যের মজুত ভান্ডার বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষিজাত পণ্য যাতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাঠানো যায়, সেই লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি একযোগে কাজ করছে বলে জানান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।
শ্রী চৌহান বলেন, কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত বিজ্ঞানী এবং কৃষকদের পরস্পরের কাছাকাছি আসা এবং তাঁদের সমস্যার সমাধান করা উচিত। কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য ইংরেজির পাশাপাশি ভারতের অন্যান্য ভাষাতেও প্রকাশের পক্ষে মত দেন তিনি।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে নদী সংযোগ প্রকল্পের সূচনা করবেন। এই প্রকল্পের কথা উল্লেখ করে শ্রী চৌহান বলেন, কখনও কখনও দেখা যায়, দেশের অনেক অংশ বন্যায় ভেসে যাচ্ছে, আবার কোনো কোনো এলাকায় খরা পরিস্থিতির সৃষ্টি হয় । এই ধরনের পরিস্থিতির মোকাবিলায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে খুব শীঘ্রই বিশেষ নদী সংযোগ প্রকল্প চালু করা হবে। এর ফলে, যে সব অঞ্চলে বেশি বৃষ্টি হয়, সেখানকার জল খরা কবলিত এলাকাগুলিতে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি জানান, গত বছর কৃষকদের ১.৯৪ মেট্রিক টন ভর্তুকি প্রদান করা হয়েছে। কৃষকদের আর্থিক সমস্যার মোকাবিলায় কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে সরকার ঋণের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।
PG/MP/CS
(Release ID: 2087753)
Visitor Counter : 7