প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

সেনাবাহিনীর পতাকা দিবসে উদারভাবে দান করার জন্য নাগরিকদের কাছে আহ্বান জানালেন প্রতিরক্ষা মন্ত্রী

Posted On: 07 DEC 2024 12:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর, ২০২৪

 

সশস্ত্র বাহিনীর পতাকা দিবসের তহবিলে উদারভাবে দান করার আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, দেশের সেনাবাহিনীর কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে এই প্রচেষ্টা একটি সমষ্টিগত দায়িত্বশীলতাকেই নির্দেশ করে। কর্মরত এবং অবসরপ্রাপ্ত সমস্ত সেনাকর্মী এবং তাঁদের পরিবারবর্গের কল্যাণ নিশ্চিত করা আমাদের একান্ত কর্তব্য। 

আজ ৭ ডিসেম্বর, ২০২৪। দেশের সশস্ত্র বাহিনী এই দিনটি ‘পতাকা দিবস’ রূপে উদযাপন করে। এই উপলক্ষে দেশের সেনাবাহিনীর অনবদমিত সাহসিকতা, নিষ্ঠা ও উৎসর্গের মনোভাবকে স্বীকৃতিদানের জন্য এই বিশেষ দিনটি দেশের সকল নাগরিকের কাছে এক বিশেষ সুযোগ এনে দেয় বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী। 

এক বার্তায় তিনি বলেছেন :

“আমাদের প্রতিরক্ষা বাহিনী এক অভেদ্য নিরাপত্তা কবচের কাজ করে। যে কোন ধরনের পরিস্থিতিতেই আমাদের রক্ষা করার জন্য তারা সর্বদাই প্রস্তুত। শুধুমাত্র বহিঃশত্রুর হুমকির মুখে নয়, যে কোন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুহূর্তেও তারা আমাদের রক্ষাকর্তার ভূমিকা পালন করে। সেনাকর্মীদের উৎসর্গের মানসিকতা এবং শৃঙ্খলাবোধ প্রতিটি ভারতবাসীর কাছে অনুপ্রেরণার উৎস।”

প্রাক্তন সেনাকর্মীদের কল্যাণে কেন্দ্রীয় সরকার অঙ্গীকারবদ্ধ বলে ঘোষণা করেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, প্রবীণ ও বর্ষীয়ান সেনাকর্মী এবং তাঁদের পরিবারবর্গের প্রয়োজনে সরকার সর্বদাই তাঁদের সঙ্গে রয়েছে। 

শ্রী রাজনাথ সিং আরও বলেন, যে সমাজের সার্বিক কল্যাণে প্রতিটি নাগরিকের কর্তব্য হল আয় ও উপার্জনের অংশ হিসেবে সমষ্টিগতভাবে সেনাকর্মীদের জন্য উদারভাবে দান করা। 

সেনাবাহিনীর পতাকা দিবসের তহবিলে চেক / ডিমান্ড ড্রাফট / এনইএফটি / আরটিজিএস-এর মাধ্যমে যে যে ব্যাঙ্কে এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া যাবে, সেগুলি হল –

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সেবা ভবন, আর কে পুরম শাখা, নয়াদিল্লি - ১১০০৬৬ (অ্যাকাউন্ট নম্বর -  3083000100179875 আইএফএসসি কোড - PUNB0308300); স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আর কে পুরম শাখা, নয়াদিল্লি – ১১০০৬৬ (অ্যাকাউন্ট নম্বর -  34420400623  আইএফএসসি কোড - SBIN0001076); আইসিসিআই ব্যাঙ্ক, আইডিএ হাউজ, সেক্টর-৪, আর কে পুরম শাখা, নয়াদিল্লি – ১১০০১১ (অ্যাকাউন্ট নম্বর -  182401001380 আইএফএসসি কোড - ICIC0001824)।

 

PG/SKD/DM


(Release ID: 2082096) Visitor Counter : 15