সারওরসায়নমন্ত্রক
ক্যান্সার প্রতিরোধী তিনটি ওষুধ ট্রাস্টুজুমাব ডেরুক্সটেকান, ওসিমেরটিনিব এবং ডুরভালুমাব-এর পুরোপুরি আমদানি শুল্ক-মুক্ত করা হ’ল; এই তিনটি ওষুধের জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে
Posted On:
06 DEC 2024 4:07PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ ডিসেম্বর, ২০২৪
ক্যান্সার প্রতিরোধী তিনটি ওষুধ পুরোপুরি আমদানি শুল্ক-মুক্ত করল অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব দপ্তর। এই তিনটি ওষুধ হ’ল - ট্রাস্টুজুমাব ডেরুক্সটেকান, ওসিমেরটিনিব এবং ডুরভালুমাব।
২৩.০৭.২০২৪ তারিখে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এই তিনটি ক্যান্সার প্রতিরোধী ওষুধের জিএসটি-র হারও ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। সর্বোচ্চ পাইকারি মূল্য কমানোর জন্য ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলির কাছে আগেই নির্দেশিকা পাঠানো হয়েছিল।
আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় রসায়ন ও সার প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল।
PG/MP/SB
(Release ID: 2081798)
Visitor Counter : 17