কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

দিল্লি মেট্রো চতুর্থ পর্ব প্রকল্পের আওতায় রিথালা-কুন্ডলি রেললাইন নির্মাণের প্রস্তাব অনুমোদন করলো কেন্দ্রীয় মন্ত্রিসভা

Posted On: 06 DEC 2024 8:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি মেট্রো  চতুর্থ  পর্ব প্রকল্পের আওতায় রিথালা-কুন্ডলি রেললাইন নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে। ২৬.৪৬৩ কিলোমিটার দীর্ঘ এই রেললাইন নির্মাণের কাজ সম্পূর্ণ হলে জাতীয় রাজধানীর সঙ্গে হরিয়ানার সংযোগ আরও নিবিড় হবে। ৪ বছরের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। খরচ ধরা হয়েছে ৬,২৩০ কোটি টাকা। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন লিমিডেট এবং ভারত সরকার ও দিল্লি সরকারের যৌথ উদ্যোগে এই কাজ হবে।

এই রেললাইন শহীদ স্থল (নিউ বাস আড্ডা)- রিথালা (রেড লাইন) করিডরকে আরও সম্প্রসারিত করবে। নারেলা, বাওয়ানা এবং রোহিনীর কিছু অংশে মেট্রো সংযোগ নিবিড়তর হবে এর ফলে। এই রেলপথের ২১টি স্টেশনই থাকবে মাটির ওপরে।

এই কাজ শেষ হলে জাতীয় রাজধানী অঞ্চলে দিল্লি মেট্রোর পরিষেবা আরও জোরদার হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। রাস্তায় যানজট কমার ফলে পরিবেশ দূষণও কমবে।

দিল্লি মেট্রোর মাধ্যমে দৈনিক গড়ে প্রায় ৬৪ লক্ষ মানুষ যাতায়াত করেন। মোট ৩৯২ কিলোমিটার জুড়ে বিস্তৃত দিল্লি মেট্রোয় ১২টি লাইন রয়েছে। স্টেশন রয়েছে ২৮৮টি। ভারতে দিল্লিতেই মেট্রো পরিষেবার বিস্তৃতি সবথেকে বেশি। বিশ্বের অন্যতম বড় মেট্রো হল দিল্লি মেট্রো।

 

PG/AC/NS


(Release ID: 2081797) Visitor Counter : 45