সংস্কৃতিমন্ত্রক
সারা ভারত পোস্টার তৈরি প্রতিযোগিতা: ‘ভারতের উদযাপন’
দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরবে স্কুল পড়ুয়ারা
Posted On:
05 DEC 2024 4:56PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৫ ডিসেম্বর, ২০২৪
ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ (আইএনটিএসিএইচ) সারা দেশ জুড়ে ‘ভারতের উদযাপন’ শীর্ষক পোস্টার তৈরির প্রতিযোগিতার আয়োজন করছে। এতে অংশ নিচ্ছে সপ্তম থেকে নবম শ্রেণীর স্কুল পড়ুয়ারা। ৯০টি শহর এবং বিভিন্ন জেলায় আইএনটিএসিএইচ-এর ১০০টি শাখা এই আয়োজনে যুক্ত। কর্মসূচি শেষ হবে ২০২৫-এর মার্চে। এর লক্ষ্য হলো নতুন প্রজন্মকে দেশের সাংস্কৃতিক সম্পদ সম্পর্কে আরও সচেতন করে তোলা।
নতুন দিল্লিতে প্রতিযোগিতার আয়োজন হয়েছে ৬ ডিসেম্বর। যোগ দিচ্ছে ৫০টি বিদ্যালয়ের পড়ুয়ারা। জাতীয় স্তরে পুরস্কার বিজেতাদের আগামী বছর জুলাইয়ে দিল্লিতে এক অনুষ্ঠানে সম্বর্ধিত করা হবে।
PG/AC/SKD
(Release ID: 2081499)
Visitor Counter : 19