সহযোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

সমবায় গ্রামীণ মহিলাদের অংশীদারিত্ব

Posted On: 04 DEC 2024 3:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ ডিসেম্বর, ২০২৪ 

 

জাতীয় সমবায় ক্ষেত্রের তথ্যানুযায়ী, ২৮.১১.২০২৪ তারিখ পর্যন্ত দেশের ২৫ হাজার ৩৮৫টি মহিলা উন্নয়ন সমবায় সমিতি (ডব্লিউডব্লিউসিএস) নথিভুক্ত রয়েছে। এছাড়া ১ লক্ষ ৪৪ হাজার ৩৯৬টি ডেয়ারী সমবায় দেশে কার্যকর হয়েছে। এতে বিপুল সংখ্যক গ্রামীণ মহিলা কাজ করেন। 
সমবায়গুলিতে মহিলাদের অংশীদারিত্ব বাড়াতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। 
মহিলা সমবায়গুলির জন্য এনসিডিসি নিম্নলিখিত প্রকল্পগুলি চালু করেছে – 
ক) স্বয়ম শক্তি সহকার যোজনা – এই প্রকল্পের আওতায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যাঙ্ক ঋণ প্রদানের সুবিধা রয়েছে। তিন বছর পর্যন্ত মূলধনের উপর ঋণ নেওয়া সম্ভব।
খ) নন্দিনী সহকার – এই প্রকল্পের আওতায় মহিলা সমবায়গুলিতে ৫-৮ বছর পর্যন্ত সময়কালের জন্য ঋণ নেওয়ার সুবিধা রয়েছে। এক্ষেত্রে ২ শতাংশ পর্যন্ত সুদ দিতে হবে। 
ভারত সরকার সমবায়গুলির মধ্যে সহযোগিতা নামে একটি পাইলট প্রকল্প চালু করেছে। এর আওতায় প্রাথমিকভাবে ডেয়ারী সমবায় সমিতিগুলিকে ব্যাঙ্ক মিত্র এবং জেলা – কেন্দ্রীয় ব্যাঙ্কের মধ্যে সমন্বয়সাধন করে দেওয়া হয়। তবে, গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের জন্য এই প্রকল্পগুলি কতটা কার্যকর, সেই বিষয়ে মন্ত্রক নির্দিষ্ট কোনও সমীক্ষা করেনি।
রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই কথা জানান কেন্দ্রীয় সমবায় ও স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ। 

 

PG/PM/SB


(Release ID: 2081043) Visitor Counter : 21