নারীওশিশুবিকাশমন্ত্রক
বিশেষ প্রচারাভিযান ৪.০ বাস্তবায়নের সময় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সাফল্য
Posted On:
14 OCT 2024 2:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ অক্টোবর, ২০২৪
মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন স্বায়ত্ত্বশাসিত সংস্থাগুলির দ্বারা স্বচ্ছতা এবং অন্যান্য বিষয়ে বাকি থাকা কাজগুলির বাস্তবায়নের জন্য প্রচারাভিয়ান ৪.০ – র সূচনা করেছেন।
এই পর্বে বিভিন্ন স্থানে স্বচ্ছতা অভিযান, অফিসগুলির সৌন্দর্যায়ন, স্থান সঙ্কুলান এর মতো বিষয়গুলিতে নজর দেওয়া হচ্ছে। এ দফায় ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অভিযান চলবে। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী নতুন দিল্লির কুতুব ইন্সিস্টিটিউশনাল এলাকায় ডঃ দুর্গাবাই দেশমুখ সমাজকল্যাণ স্থিত সিএআরএ অফিস চত্বরে শ্রমদান করেন এবং সেখানকার স্বচ্ছতা বিষয়ক কাজকর্মগুলি পর্যালোচনা করেন। প্রচারাভিয়ানে মন্ত্রকের তরফে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচিও নেওয়া হয়েছে। এছাড়া মন্ত্রকের পদস্থ আধিকারিকরা ৯ অক্টোবর ২০২৪ তারিখে জীবন বিহার ভবনে আয়োজিত রেকর্ড রুম ও জীবনতারা ও জীবন বিহার ভবনের শৌচালয়, অফিস চত্বর, স্টোর রুম ইত্যাদি পরিদর্শন করেন।
PG/ PM /SG
(Release ID: 2064706)
Visitor Counter : 44