প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ১০০ বছর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন প্রধানমন্ত্রীর

Posted On: 12 OCT 2024 4:51PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ অক্টোবর, ২০২৪

 

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)-এর প্রতিষ্ঠাকালের আজ ১০০ বছর পূর্ণ হল। এজন্য এই প্রতিষ্ঠানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে গত ১০০ বছর ধরে এই প্রতিষ্ঠানটি জাতির সেবায় কাজ করে চলেছে। 

শ্রী মোহন ভাগবত এ সম্পর্কে সমাজমাধ্যমে যে ভিডিও বার্তা তুলে ধরেছিলেন তার উত্তরে শ্রী মোদী বলেছেন : 

“রাষ্ট্র সেবায় সমর্পিত রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ আজ শততম বর্ষে প্রবেশ করল। সংঘের নিরন্তর যাত্রাকালের এই ঐতিহাসিক ঘটনায় সমস্ত স্বয়ং সেবককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভারতমাতার সেবায় সঙ্কল্পবদ্ধ ও সমর্পিতপ্রাণ সংঘ ‘বিকশিত ভারত’ গঠনের স্বপ্নকে সফল করে তুলতেও নতুন নতুন উৎসাহের সঙ্গে কাজ করে চলেছে। অন্যদের মধ্যেও সেই উৎসাহ সঞ্চারিত হয়েছে। আজ বিজয়া দশমী। তাই এই শুভ মুহূর্তে মাননীয় সংঘ পরিচালক শ্রী মোহন ভাগবতের বার্তাটি সকলের শোনা প্রয়োজন …”

“राष्ट्र सेवा में समर्पित राष्ट्रीय स्वयंसेवक संघ यानि आरएसएस आज अपने 100वें वर्ष में प्रवेश कर रहा है। अविरल यात्रा के इस ऐतिहासिक पड़ाव पर समस्त स्वयंसेवकों को मेरी हार्दिक बधाई और अनंत शुभकामनाएं। मां भारती के लिए यह संकल्प और समर्पण देश की हर पीढ़ी को प्रेरित करने के साथ ही ‘विकसित भारत’ को साकार करने में भी नई ऊर्जा भरने वाला है। आज विजयादशमी के शुभ अवसर पर माननीय सरसंघचालक श्री मोहन भागवत जी का उद्बोधन जरूर सुनना चाहिए…”

 

PG/SKD/DM



(Release ID: 2064538) Visitor Counter : 15