নির্বাচনকমিশন
হরিয়ানায় ২০২৪-এর বিধানসভা নির্বাচনে ভোটদানের হার ৬৭.৯ শতাংশ যা লোকসভা ভোটের থেকে ৩ শতাংশ বেশি
Posted On:
07 OCT 2024 8:46PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর ২০২৪
হরিয়ানায় ২০২৪-এর বিধানসভা নির্বাচনে ৯০টি বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার ৬৭.৯ শতাংশ। লোকসভা নির্বাচনে ভোটদানের হার থেকে এই হার ৩ শতাংশ বেশি। লোকসভা নির্বাচনে রাজ্যে ভোটদানের হার ছিল ৬৪.৮ শতাংশ। এই ভোটদানের হার ২০১৯-এ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটদানের হারের প্রায় কাছাকাছি। সেই সময় ভোট পড়েছিল ৬৮.৩ শতাংশ। গ্রামাঞ্চলের ভোটদাতারা বিপুল উৎসাহের সঙ্গে ভোট দিয়েছেন। পুরুষ ও মহিলা ভোটের শতাংশের হিসেবে দেখা যাচ্ছে পুরুষ ভোটদাতার হার ৬৮.৯৩ শতাংশ এবং মহিলা ভোটদাতার হার ৬৬.৭৩ শতাংশ। তৃতীয় লিঙ্গের ভোটদানের হার ২৫.২৭ শতাংশ। শহরাঞ্চলের ভোটারদের মধ্যে ভোটদানে অনীহা এবারও লক্ষ্য করা গেছে। রাজ্যের শহরাঞ্চলের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে মোট ভোটদানের হার থেকে গড়ে ১০ শতাংশ কম ভোট পড়েছে।
PG/AB/DM
(Release ID: 2063165)
Visitor Counter : 49