পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

এক পেড় মা কে নাম : ৮০ কোটি চারা গাছ রোপণ করা হয়েছে

মাত্র এক ঘণ্টায় রোপণ করা হয়েছে রেকর্ড সংখ্যক ৫ লক্ষ চারা গাছ!

Posted On: 27 SEP 2024 10:58AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭ সেপ্টেম্বর, ২০২৪


বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘এক পেড় মা কে নাম’ শীর্ষক অভিযানের সূচনা করেন। পরিবেশ রক্ষার দায়িত্ব পালনের সঙ্গে মাকে আন্তরিক শ্রদ্ধা জানানোর এ এক অনন্য কর্মসূচি। চলতি বছরের ৫ জুন, দিল্লির বুদ্ধ জয়ন্তী পার্কে একটি অশ্বত্থ গাছের চারা রোপণ করে প্রধানমন্ত্রী এই কর্মসূচির সূচনা করেছিলেন। এই উপলক্ষে পরিবেশ রক্ষায় সমবেত প্রয়াসের গুরুত্ব এবং গত এক দশকে বনাঞ্চলের পরিধি বাড়াতে ভারতের উদ্যোগের কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সুস্থিত উন্নয়নের লক্ষ্যে ভারতের যে প্রয়াস, তার সঙ্গে এই অভিযান সঙ্গতিপূর্ণ। 

‘এক পেড় মা কে নাম’ আসলে এক প্রতীকি উদ্যোগ – নিজের মায়ের জন্য একটি চারা গাছ রোপণ। এর মাধ্যমে দুটি উদ্দেশ্য সাধিত হয় : একদিকে যেমন জীবনের পরিচর্যায় মায়েদের ভূমিকাকে সম্মান জানানো হয়, তেমনি এই গ্রহের পরিবেশ রক্ষায় এক কদম এগনো যায়। গাছও আসলে মায়ের মতোই আমাদের সুরক্ষা দেয়, পরিচর্যা করে এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ গঠন করে। 

৮০ কোটি চারা গাছ রোপণ

চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক ‘এক পেড় মা কে নাম’ অভিযানের আওতায় ৮০ কোটি চারা গাছ লাগিয়ে নিজেদের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য পূরণ করেছে। নির্ধারিত সময়সীমার ৫ দিন আগেই ২৫ সেপ্টেম্বর এই লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে। সরকারি সংস্থা, স্থানীয় বিভিন্ন গোষ্ঠী ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সমবেত প্রয়াসে এই সাফল্য অর্জিত হয়েছে।

৫ লক্ষেরও বেশি চারা গাছ রোপণ করে বিশ্ব রেকর্ড

কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীন টেরিটোরিয়াল আর্মির ১২৮ ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়ন অ্যান্ড ইকোলজিক্যাল টাস্ক ফোর্স গত ২২ সেপ্টেম্বর মাত্র ১ ঘণ্টার মধ্যে ৫ লক্ষেরও বেশি চারা গাছ রোপণ করে এক অনন্য নজির সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রীর ‘এক পেড় মা কে নাম’ অভিযানের আওতায় টেরিটোরিয়াল আর্মির ‘ভাগিদারি আউর জিম্মেদারি’ শীর্ষক উদ্যোগে ‘বিশেষ চারা গাছ রোপণ অভিযান’এ জয়সলমিরে এই সাফল্য অর্জিত হয়। লন্ডনের ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস এই কৃতিত্বকে স্বীকৃতি দিয়েছে। যেসব ক্ষেত্রে বিশ্ব রেকর্ড সৃষ্টি হয়েছে তা হলো :

•    এক ঘণ্টায় কোনো একটি দলের উদ্যোগে সর্বাধিক চারা গাছ রোপণ
•    মহিলাদের কোনো দলের উদ্যোগে এক ঘণ্টায় সর্বাধিক চারা গাছ রোপণ
•    কোনো একটি জায়গায় সর্বাধিক মানুষের সমবেতভাবে চারা গাছ রোপণ

এই রোপণ অনুষ্ঠান চলার সময়ে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইকোলজিকাল টাস্ক ফোর্সকে এজন্য অন্তর্বর্তী পুরস্কারে সম্মানিত করা হয়েছে।

বিভিন্ন মন্ত্রকের সমবেত প্রয়াস

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বিভিন্ন মন্ত্রক এই উদ্যোগে সামিল হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রক এই অভিযানের আওতায় স্বাধীনতা দিবসে দেশজুড়ে ১৫ লক্ষ চারা গাছ রোপণ করে। সশস্ত্র বাহিনী, রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা এনসিসি ও সহযোগী সংস্থাগুলি এই উদ্যোগে সামিল হয়।

কয়লা সচিব শ্রী ভিএল কান্থা রাও-এর নেতৃত্বে কয়লা মন্ত্রক মিলেনিয়াম পার্কে চারা গাছ রোপণ করে। সারা বছর ধরেই কয়লা মন্ত্রকের অধীন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি এই অভিযান চালিয়ে আসছে। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রক তাদের নিজস্ব উদ্যোগে দেশজুড়ে গ্রাম ও শহরগুলিতে প্রায় ৭ হাজার চারা গাছ রোপণ করেছে। ‘স্বচ্ছতা হি সেবা’ প্রচারাভিযানের আওতায় ১৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বিশেষভাবে এই অভিযান চালানো হয়।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব এই অভিযানে যোগ দিয়ে তার মায়ের স্মৃতিতে একটি আমলা গাছের চারা রোপণ করেন।

কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী ভগীরথ চৌধুরী হায়দ্রাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট ফর এগরিকালচারাল এক্সটেনশন ম্যানেজমেন্টে ভার্চুয়াল মাধ্যমে ‘এক পেড় মা কে নাম’ প্রচারাভিযানে যোগ দেন।

কর্পোরেট বিষয়ক এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক প্রতিমন্ত্রী শ্রী হর্ষ মালহোত্রা নতুন দিল্লির কোটা হাউজে চারা গাছ রোপণ অনুষ্ঠানে যোগ দেন।

শ্রী জয়ন্ত চৌধুরীর নেতৃত্বে দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রক এই অভিযানে যোগ দিয়ে দেশজুড়ে প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র, ন্যাশনাল ইনস্টিটিউট ফর এনটারপ্রিনিয়ারশিপ অ্যান্ড স্মল বিজনেস ডেভলপমেন্ট, আইটিআই, ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট এবং জন শিক্ষণ সংস্থানগুলিতে ১১ হাজার ৭৭৮টি চারা গাছ রোপণ করে। 

পানীয় জল ও নিকাশী ও শৌচ ব্যবস্থা দপ্তর এবং কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক ‘স্বচ্ছতা হি সেবা’ প্রচারাভিযানের আওতায় এই অভিযানে সামিল হয়। ভারতীয় সেনা বাহিনী, বিমান বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, সংকল্পতরু এনজিও এবং স্থানীয় গোষ্ঠীগুলির অংশগ্রহণে এই অভিযান দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে।

প্রযুক্তিগত উত্থান : ‘এক পেড় মা কে নাম’ অ্যাপ

কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই উপলক্ষে ‘এক পেড় মা কে নাম’ অ্যাপের সূচনা করেছেন। ব্যবহারকারীরা এই উদ্ভাবনী অ্যাপের মাধ্যমে চারা গাছ রোপণ করে সেটি তাঁদের মায়ের নামে উৎসর্গ করতে পারবেন। সেই গাছের ছবি আপলোড করা, তার লোকেশন ট্যাগিং, তার কার্বন ক্রেডিট ট্র্যাকিং-এর সুবিধাও এই অ্যাপে রয়েছে। এমনকি সময়ের সঙ্গে সঙ্গে সেই গাছের বেড়ে ওঠার উপরেও এই অ্যাপের মাধ্যমে নজর রাখা যাবে। 

এক সবুজ ভবিষ্যতের লক্ষ্যে

‘এক পেড় মা কে নাম’ আন্দোলন হলো সুস্থিত ও পরিবেশ সচেতন ভবিষ্যতের লক্ষ্যে ভারতের অঙ্গীকারের প্রতিফলন। মাকে শ্রদ্ধা জানাবার পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নাগরিকরা সরাসরি এক সবুজ পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে তাদের অবদান রাখার সুযোগ পাচ্ছেন। সারল্য ও আবেগই হলো এই অভিযানের সাফল্যের কারণ।

বিশদ জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/sep/doc2024927402801.pdf


PG/SD/SKD



(Release ID: 2059569) Visitor Counter : 5