যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয়বার ক্ষমতায় আসার প্রথম ১০০ দিনের মধ্যে ডাকবিভাগ নির্ধারিত কর্মসূচীর লক্ষ্যঅর্জন করেছে বললেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া
प्रविष्टि तिथि:
23 SEP 2024 8:14PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর ২০২৪
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় বার ক্ষমতায় আসায় প্রথম একশো দিনের মধ্যে ডাকবিভাগ নির্ধারিত কর্মসূচীর লক্ষ্যপূরণ করেছে বলে জানিয়েছন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি এবং যোগাযোগ ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ডঃ পেমমাসানি চন্দ্র শেখর নতুন দিল্লীতে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, গত ১০০ দিনে ডাকসেবা জনসেবার সংকল্প পূরণে ডাকবিভাগ অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, নতুন প্রযুক্তির ব্যবহার, ডাক সংস্কারের নতুন অভিমুখ গড়ে তুলেছে।
রাষ্ট্রের স্বার্থে ডাকবিভাগ পরিষেবা প্রসারে সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে। এই লক্ষ্যে ডাকবিভাগ একগুচ্ছ পদক্ষেপ হাতে নিয়েছে। সরকারের অত্যাবশ্যক প্রকল্পগুলি নাগরিকদের, বিশেষত গ্রামাঞ্চলের নাগরিকদের কাছে পৌঁছে দিতে এগিয়ে এসেছে। গ্রামীণ রপ্তানিকারকদের সশক্তিকরণে ডিজিটাল পরিকাঠামো তৈরি করে নাগরিক জীবনের বিভিন্ন বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দেশজুড়ে ৫ হাজার ডাক চৌপল গড়ে তোলা হয়েছে এবং ডাকঘর নিয়ত কেন্দ্রে ৩ হাজারের বেশি নতুন রপ্তানিকারককে যুক্ত করা হয়েছে। একটি শহর এবং ১০টি গ্রামে সাফল্যের সঙ্গে ‘ডিজিপিন’-এর সূচনা হয়েছে।
ডাক চৌপলের উদ্যোগ অসাধারণ সাফল্য পেয়েছে। দেশজুড়ে ১৫,১৬৩ টি ডাক চৌপলের আয়োজন নির্ধারিত লক্ষ্যসীমাকে ছাপিয়ে গেছে। এই ডাক চৌপলে গুরুত্বপূর্ণ সরকারী পরিষেবা দেওয়া হয়। এতে ৮.৫২ লক্ষ নাগরিককে যুক্ত করা হয়েছে যার ৪৪ শতাংশই মহিলা। এর মাধ্যমে স্বস্থানে আমানত খোলা, আধার কার্ডে সংশোধন এবং জন সুরক্ষার মতো প্রকল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ডাক ঘর নিয়ত কেন্দ্রে গ্রামীণ ও ক্ষুদ্র রপ্তানিকারকদের সাহায্যার্থে ৩,৪০০-র বেশি নতুন রপ্তানিকারককে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে বাজারের খবরাখবর, নথিপত্রগত সহযোগিতা এবং কাগজবিহীন শুল্ক ছাড়পত্রের সুযোগ দেওয়া হচ্ছে। এতে ক্ষুদ্র উদ্যোগকারী, কারিগর এবং ছোট ব্যবসায়ীরা ডাক পরিষেবা মারফত বিশ্ব বাজারের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। গত একশো দিনে ১.০৭ লক্ষ ডাক চালান সম্পন্ন হয়েছে, ফলে ৮.৫০ কোটি টাকা ডাক শুল্ক আদায় হয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলে ই-বানিজ্য সম্প্রসারণে ডাক বিভাগ আমাজনের সঙ্গে ২৭ জুন ২০২৪-এ একটি চুক্তি করে। এতে গুয়াহাটিতে কোন চালান ভর্তি করলে তা নির্বিঘ্নে দেশের যে কোন প্রান্তে পৌঁছে যাবে। কেবল গত দু' মাসেই প্রায় ৩৫ হাজার চালান সাফল্যের সঙ্গে পাঠানো হয়েছে। রাজস্ব আদায় হয়েছে ৩১ লক্ষ টাকা।
টেলিকম সচিব, ডাকবিভাগের সচিব , ডোনার-এর সচিব অন্যদের মধ্যে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।
PG/AB/DM
(रिलीज़ आईडी: 2058507)
आगंतुक पटल : 78