নির্বাচনকমিশন
ঝাড়খন্ডে আসন্ন বিধানসভা অধিবেশনের প্রস্তুতি খতিয়ে দেখল নির্বাচন কমিশন
Posted On:
24 SEP 2024 5:21PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এবং ডঃ এস এস সান্ধু ঝাড়খন্ডে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেছেন। এই রাজ্যে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ৫ জানুয়ারি। ভোট গ্রহণ হবে ৮১টি আসনে। এর মধ্যে ৯টি তপশিলি জাতি এবং ২৮টি তপশিলি উপজাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সংরক্ষিত।
২৩ ও ২৪ সেপ্টেম্বর দু’দিনের ঝাড়খন্ড সফরে নির্বাচন কমিশনাররা আম আদমি পার্টি, বহুজন সমাজ পার্টি, ভারতীয় জনতা পার্টি, কম্যুনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, ভারতীয় জাতীয় কংগ্রেস, এসজেএসইউ পার্টি, ঝাড়খন্ড মুক্তি মোর্চা সহ বিভিন্ন জাতীয় এবং প্রাদেশিক স্তরের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন। রাজ্যের প্রশাসনিক মহলের সঙ্গেও তাঁরা বৈঠক করেন।
রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে আসন্ন উৎসবের সময়ে ভোট গ্রহণের দিন নির্দিষ্ট না করতে কমিশনের কাছে অনুরোধ জানানো হয়েছে। অনেক দলই এক দফায় নির্বাচনের পক্ষপাতি। কেন্দ্রীয় এবং রাজ্যের পুলিশ বাহিনীর উপযুক্ত তত্ত্বাবধানে ভোট গ্রহণের পক্ষে সওয়াল করেছে বিভিন্ন দল। সব ভোট গ্রহণ কেন্দ্রে ওয়েবকাস্টিং – এর অনুরোধ জানানো হয়েছে। প্রবীন এবং শারীরিক প্রশ্নে অসুবিধার মধ্যে থাকা ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থার আর্জিও জানানো হয়েছে।
নির্বাচন কমিশন রাজ্য ও জেলা প্রশাসনকে ওয়েবকাস্টিং, শারীরিক প্রশ্নে অসুবিধার মধ্যে থাকা ভোটারদের জন্য ব্যবস্থা ইত্যাদির বিষয়ে যথাযথ পদক্ষেপের নির্দেশ দিয়েছে। অর্থ ও পেশী শক্তির ব্যবহার রুখতে উদ্যোগী হতে বলা হয়েছে প্রশাসনকে। মাদক ব্যবহার ও পাচারের বিরুদ্ধে সক্রিয় অবস্থান নিতে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ভোটারদের ভীতি প্রদর্শন কোনোভাবেই বরদাস্ত করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। কোথাও অনিয়ম চোখে পড়লে সাধারণ মানুষ যাতে সহজে কর্তৃপক্ষের গোচরে আনতে পারেন, সেজন্য ব্যবহার করা হবে সিভিজিল অ্যাপ।
PG/AC/SB
(Release ID: 2058422)
Visitor Counter : 36