নির্বাচনকমিশন
জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে ভোটার উপস্থিতির হার ছিল ৬১.৩৮ শতাংশ
प्रविष्टि तिथि:
20 SEP 2024 8:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর, ২০২৪
জম্মু ও কাশ্মীর বিধানসভার ২০২৪-এর নির্বাচনের প্রথম পর্যায়ে ৬১.৩৮ শতাংশ ভোটার অংশগ্রহণ করেছেন বলে ভারতের নির্বাচন কমিশন সূত্রে প্রকাশ। নির্বাচনের প্রথম পর্যায়ে ৬৩.৭৫ শতাংশ পুরুষ, ৫৮.৯৬ শতাংশ মহিলা এবং ৪০ শতাংশ তৃতীয় লিঙ্গের ভোটদাতা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সব মিলিয়ে ভোটদানের সার্বিক হার ছিল ৬১.৩৮ শতাংশ। জম্মু ও কাশ্মীরের ২৪টি বিধানসভা কেন্দ্রের জন্য অনুষ্ঠিত প্রথম পর্যায়ের ভোটদান পর্ব সম্পর্কে এই তথ্য জানা গেছে গত ১৮ সেপ্টেম্বর ভারতের নির্বাচন কমিশন প্রকাশিত ও প্রচারিত দুটি বিজ্ঞপ্তিতে।
PG/SKD/DM
(रिलीज़ आईडी: 2057436)
आगंतुक पटल : 86