তথ্যওসম্প্রচারমন্ত্রক
মোদী ৩.০-র ১০০ দিন: প্রথম ১০০ দিনে মহিলা নেতৃত্বাধীন উন্নয়ন এক পরিবর্তনশীল যাত্রা
Posted On:
19 SEP 2024 5:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে ভারতকে গড়ে তোলার যে স্বপ্ন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেখেছেন, তা বাস্তবায়নের পথে ক্রমশ এগিয়ে চলেছে দেশ। সমাজের কোনও অংশের জনগণ, বিশেষ করে এই উন্নয়নের যাত্রাপথে পিছিয়ে পড়ে না থাকেন, তা নিশ্চিত করতে সরকার বিশেষ নজর দিচ্ছে। দরিদ্র মহিলা, বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলারা প্রতিনিয়ত যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হন, তা মোকাবিলায় এবং মহিলাদের ক্ষমতায়নে সরকারের পক্ষ থেকে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে।
দীনদয়াল অন্ত্যোদয় যোজনা – জাতীয় গ্রামীণ আজীবিকা মিশন
দরিদ্রদের, বিশেষ করে মহিলাদের ক্ষমতায়নে এবং দেশকে দারিদ্র্য মুক্ত করতে ভারত সরকার একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি চালু করেছে। গ্রামোন্নয়ন মন্ত্রকের সাহায্যে চালানো হচ্ছে দীনদয়াল অন্ত্যোদয় যোজনা – জাতীয় গ্রামীণ আজীবিকা মিশন (ডিএওয়াইএনআরএলএম)। দরিদ্র মানুষের জীবন যাত্রার মানোন্নয়নে এবং তাঁদের আর্থিক সাহায্য দেওয়ার জন্যই এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।
মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী প্রাথমিকভাবে ডিএওয়াইএনআরএলএম গঠন করছে। এর মাধ্যমে গ্রামগুলিতে দরিদ্র মহিলারা প্রাতিষ্ঠানিকভাবে সাহায্য করছেন। ১০ কোটি ৩ লক্ষেরও বেশি মহিলাকে ৯২ লক্ষ ৬ হাজারেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীতে নিযুক্ত করা হয়েছে। এই স্বনির্ভর গোষ্ঠীগুলি তাঁদের আর্থিকভাবে সহায়তা করার পাশাপাশি সামাজিক উন্নয়নেও নজর দিচ্ছে। দারিদ্র্য-শৃঙ্খল থেকে মুক্ত করে মহিলাদের ক্ষমতায়ন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ডিএওয়াইএনআরএলএম।
লাখপতি দিদি যোজনা: মহিলাদের ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ
লাখপতি দিদি হ’ল স্বনির্ভর গোষ্ঠীর এমন একজন সদস্যা, যিনি বার্ষিক ১ লক্ষ টাকা বা তার বেশি আয় করতে সক্ষম হন। এই আয় অন্তত ৪টি কৃষি মরশুমের জন্য গণনা করা হবে। মাসিক গড়ে ১০ হাজার টাকা করে আয় করবেন মহিলারা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জলগাঁও-তে লাখপতি দিদি সম্মেলনে যোগ দেন এবং মহিলাদের ক্ষমতায়নে সরকারের প্রতিশ্রুতিবদ্ধতার প্রতি আলোকপাত করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী মোদী তাঁর সরকারের তৃতীয়কালের মেয়াদে ১১ লক্ষ মহিলাকে ‘লাখপতি দিদি’ হওয়ার শংসাপত্র প্রদান করেন। লাখপতি দিদি যোজনার আওতায় এইসব মহিলারা অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছেন। আগামী বছর ৩ কোটি লাখপতি দিদি তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। এই প্রকল্প আরও এগিয়ে যেতে প্রধানমন্ত্রী ২ হাজার ৫০০ কোটি টাকার তহবিল মঞ্জুর করেছেন, যা থেকে ৪ লক্ষ ৩০ হাজার স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ৪৮ লক্ষ সদস্যা উপকৃত হবেন। ৫ হাজার কোটি টাকা পর্যন্ত ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে ২ লক্ষ ৩৫ হাজার স্বনির্ভর গোষ্ঠীর ২৫ লক্ষ ৮০ হাজারেরও বেশি সদস্যাকে। লাখপতি দিদি যোজনায় ইতিমধ্যেই ৩ কোটি নতুন সদস্যা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই অর্থনৈতিক সাহায্য মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলিকে তাঁদের কাজ সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তা দেবে এবং গ্রামীণ এলাকার অর্থনৈতিক উন্নয়নকে মজবুত করবে।
কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫: নারী শক্তিতে বিশেষ দৃষ্টি
অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন ২০২৪-২৫ – এর কেন্দ্রীয় বাজেট পেশ করেন। এই বাজেটে দেশের উন্নয়নে নারী শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য বিভিন্ন মন্ত্রককে ৩.৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই অর্থ মহিলাদের কর্মক্ষমতা বাড়াতে, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং মহিলাদের হস্টেলগুলিতে সুবন্দোবস্ত গড়ে তুলতে সহায়ক হবে। বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়নের জন্য আরও বেশ কিছু উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হয়েছে।
১) চাকরিজীবী মহিলাদের হস্টেল ও ক্রেশ: কর্মক্ষেত্রে মহিলাদের অংশীদারিত্ব বাড়াতে সরকার বিভিন্ন শিল্প ক্ষেত্রের সঙ্গে একযোগে চাকরিজীবী মহিলাদের জন্য হস্টেল তৈরি করা ও ক্রেশ স্থাপনের কাজ করছে। এই উদ্যোগ মহিলাদের কাজ করার যথাযথ পরিবেশ প্রদান করবে এবং তাঁদের শিশুদের যত্নের বিষয়টি নিশ্চিওত করবে।
২) দক্ষতা ও কর্মসংস্থান: মহিলাদের দক্ষ করে তুলতে রাজ্য সরকার ও শিল্প ক্ষেত্রগুলির সঙ্গে একযোগে একটি প্রকল্প চালু করছে কেন্দ্র। এই উদ্যোগ ৫ বছরে ২০ লক্ষেরও বেশি যুবতীকে দক্ষ করে তুলবে। এরফলে, মহিলাদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। তাঁরা অর্থনৈতিকভাবে স্বাধীন হয়ে উঠবেন।
৩) মুদ্রা ঋণ: যেসব মহিলা উদ্যোগপতিরা সঠিকভাবে তাঁদের পূর্ববর্তী ঋণ মিটিয়ে দিয়েছেন, তাঁদের ক্ষেত্রে মুদ্রা ঋণের পরিমাণ ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হচ্ছে। এর ফলে, মহিলাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা হবে।
৪) সুসংহত অর্থনৈতিক সুযোগ: স্ট্যান্ডআপ ইন্ডিয়া, জাতীয় আজীবিকা মিশন এবং প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার মতো প্রকল্পগুলি মহিলাদের উদ্যোগপতিদের বিশেষভাবে সহায়তা করবে। স্বনির্ভর গোষ্ঠীগুলি তাঁদের অর্থনৈতিক সম্পদ আরও বাড়াতে পারবে এবং ব্যবসায় মহিলাদের নেতৃত্বদানের সুযোগ বৃদ্ধি পাবে।
৫) স্ট্যাম্প ডিউটি: কেন্দ্রীয় বাজেট ২০২৪ অনুযায়ী, কেন্দ্রীয় সরকার উচ্চ পরিমাণ স্ট্যাম্প ডিউটির হার কমানোর জন্য রাজ্য সরকারগুলিকে উৎসাহিত করবে এবং পরবর্তীতে মহিলারা কোনও সম্পত্তি কিনলে সেক্ষেত্রে শুল্ক হার কমানোর বিষয়টিও নিশ্চিত করা হবে। এই সংস্কার নগরোন্নয়ন প্রকল্পের এক উল্লেখযোগ্য পদক্ষেপ। এই উদ্যোগ মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে সাহায্য করার পাশাপাশি ভারতের উন্নয়নগাঁথায় তাঁদের অংশীদারিত্ব সুনিশ্চিত করবে।
এছাড়াও, অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন এর আগে অন্তর্বর্তী বাজেটের সময় জানান যে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় মহিলা উদ্যোগপতিদের ৩০ কোটি ঋণ প্রদান করা হয়েছে। উচ্চ শিক্ষায় মহিলাদের নথিভুক্তিকরণ ২৮ শতাংশ বেড়েছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা (পিএমএওয়াই): মহিলা ক্ষমতায়নের অন্যতম পথ
মহিলাদের ক্ষমতায়নের জন্য সরকারের গৃহীত অন্যতম একটি বিশেষ উদ্যোগ হ’ল আবাস ক্ষেত্র। প্রধানমন্ত্রী আবাস যোজনা (পিএমএওয়াই) – এর আওতায় ৭০ শতাংশেরও বেশি বাড়ি মহিলাদের নামে বন্টন করা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় সম্পত্তির ব্যবস্থা করতে এবং মালিকানা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। ২০২৪ সালের জুন মাসে এই প্রকল্পের আওতায় ৪ কোটি ২১ লক্ষ বাড়ি মঞ্জুর করা হয়। এরপর, সরকার আরও অতিরিক্ত ৩ কোটি বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।
পিএমএওয়াই – এর মূল বিষয় হ’ল – এটি অর্থনৈতিকভাবে দুর্বল এবং নিম্ন আয়ের মহিলাদের বাড়ির মালিকানা প্রদানে সাহায্য করে। এই প্রকল্প মহিলাদের কেবলমাত্র অর্থনৈতিক নিরাপত্তা দেয়, তা নয়, তাঁদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাঁদের নিজেদের পরিধিতে আত্মমর্যাদা বাড়াতেও সহায়ক। এছাড়াও, এই প্রকল্পের আওতায় নির্মিত বাড়িগুলি গ্রামীণ এলাকায় নিরাপদ বাসস্থান গড়ে তুলতে সহায়ক।
বাড়ি নির্মাণের সময় গুণগতমান বজায় রাখার বিষয়টিও নিশ্চিত করা হয়। গ্রামীণ এলাকার রাজমিস্ত্রীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। এর মধ্যে মহিলা কর্মীও রয়েছেন। স্থানীয় বাজারে উপলব্ধ সামগ্রী দিয়ে যথাযথভাবে বাড়ি তৈরির দক্ষতা প্রদান করে এই প্রশিক্ষণ। এরফলে, স্থানীয় অর্থনীতির উন্নয়ন ঘটবে। পর্যটন ক্ষেত্রে মহিলাদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পর্যটন মিত্র উদ্যোগ নেওয়া হয়েছে।
মহিলা নেতৃত্বাধীন উন্নয়নের জন্য যৌথ প্রয়াস
গ্রামীণ এলাকার মহিলারা যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হন, তা মোকাবিলায় স্থানীয় পরিস্থিতি সম্পর্কে জ্ঞান ও যৌথ সমন্বয়ের প্রয়োজন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় সংস্থাগুলি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইসব গোষ্ঠীর সঙ্গে অংশীদারিত্বে মহিলাদের উন্নয়ন সুনিশ্চিত করার কাজে উদ্যোগ নেওয়া হয়। কর্মক্ষেত্রে মহিলারা যাতে দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন এবং নিজেদের স্বনির্ভর করার পাশাপাশি, দেশ ও গ্রামীণ এলাকার উন্নয়নে অংশ নিতে পারেন, সেদিকেও বিশেষ নজর দেওয়া হয়। তাঁদের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সম্পদ প্রদান করা হয়।
‘সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস’ – এই মন্ত্রকে সঙ্গে নিয়ে বর্তমান সরকার তার কার্যকালের প্রথম ১০০ দিনে মহিলা নেতৃত্বাধীন উন্নয়নে শক্তি ভিত গড়ে তুলতে কাজ করেছে। অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ক্ষমতায়ন, আবাস-স্থলে নিরাপত্তা এবং জীবনযাত্রার মানোন্নয়নের মাধ্যমে ভারতীয় মহিলারা উন্নয়নের পথে এগিয়ে চলেছেন কেবলমাত্রা তাই নয়, তাঁরা দেশের উন্নয়নের যাত্রাপথে অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছেন। সরকার এইসব উদ্যোগের মাধ্যমে ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ে তোলার স্বপ্ন পূরণে এগিয়ে চলেছে। এই উন্নয়নের পথে কোনও মহিলা যাতে পিছনে পড়ে না থাকেন, সেদিকেও বিশেষ নজর দিচ্ছে সরকার।
সূত্র –
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2001130
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2048736
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2037790#:~:text=For%20the%20financial%20year%202024,welfare%20and%20empowerment%20of%20women.
https://rural.gov.in/en/press-release/day-nrlm-has-mobilised-more-1004-crore-women-over-9076-lakh-self-help-groups-shri#:~:text=Shri%20Singh%20informed%20that%20DAY,livelihoods%20and%20social%20development%20interventions.
https://nrlm.gov.in/dashboardForOuter.do?methodName=dashboard
https://pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=151895&ModuleId=3
https://pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=152064&ModuleId=3#:~:text=A%20Lakhpati%20Didi%20is%20a,so%20that%20it%20is%20sustainable.
PG/PM/SB
(Release ID: 2056844)
Visitor Counter : 45