শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ওড়িশার ভূবনেশ্বরে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে চতুর্থ আঞ্চলিক বৈঠক করবে
Posted On:
19 SEP 2024 1:56PM by PIB Kolkata
নতুনদিল্লি ১৯ সেপ্টেম্বর ২০২৪
ওড়িশা, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং ছত্তিশগড় এই পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির আঞ্চলিক বৈঠক অনুষ্ঠিত হবে ভূবনেশ্বরে ২০-০৯-২০২৪ শুক্রবার। ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এই বৈঠকের আয়োজন করছে। আলোচনা হবে বিভিন্ন বিষয়ে। আলোকপাত করা হবে শ্রম সংস্কার, ই-শ্রম-ন্যাশনাল ডেটাবেস অফ আনঅর্গানাইজড ওয়াকার্স(এনডিইউডব্লিউ), গৃহ এবং অন্যান্য নির্মাণ কর্মী, কর্মচারী রাজ্য বিমা নিগম এবং কর্মসংস্থান বৃদ্ধি কর্মসূচির ওপরে। এই বৈঠক ভারত সরকারের চলতি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আঞ্চলিক আলোচনার একটি অংশ। প্রথম আঞ্চলিক বৈঠকটি হয় কর্ণাটকের বেঙ্গালুরুতে দক্ষিণের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরালা, পুডুচেরি এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে। দ্বিতীয় আঞ্চলিক বৈঠকটি হয় চন্ডীগড়ে উত্তরের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, পাঞ্জাব, চন্ডীগড়, হিমাচলপ্রদেশ, লাদাখ এবং রাজস্থানের সঙ্গে। তৃতীয় আঞ্চলিক বৈঠকটি হয়েছিল গুজরাটের রাজকোটে পশ্চিমের রাজ্য ও কেন্দ্রসাসিত অঞ্চল মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি এবং লাক্ষাদ্বীপের সঙ্গে।
বৈঠকে পৌরোহিত্য করবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব শ্রীমতী সুনিতা দাওড়া। যোগ দেবেন ভারত সরকার এবং রাজ্য সরকারগুলির পদস্থ আধিকারিকরা।
গুরুত্বপূর্ণ শ্রম এবং কর্মসংস্থান বিষয় যেমন শ্রম বিধির অধীনে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের দ্বারা প্রস্তুত খসড়া বিধির মধ্যে সমন্বয়, প্রস্তাবিত কর্মসংস্থান ভিত্তিক উৎসাহ ভাতা কর্মসূচি নিয়ে পরামর্শ এবং কর্মসংস্থানের পরিসংখ্যান সংক্রান্ত বিষয়, পরিযায়ী শ্রমিক সহ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য সহজে সামাজিক সুরক্ষার সুবিধা দিতে ‘ওয়ান স্টপ সলিউশন’ হিসেবে ই-শ্রম পোর্টাল তৈরি, গৃহ ও অন্যান্য নির্মাণ শ্রমিকদের বিভিন্ন কেন্দ্রীয় কল্যাণ কর্মসূচির অধীনে আনা, ন্যাশনাল কেরিয়ার সার্ভিস(এনসিএস) ইত্যাদি নিয়ে আলোচনা হবে বৈঠকে।
PG/AP/CS
(Release ID: 2056842)
Visitor Counter : 39