আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

স্বভাব স্বচ্ছতা সংস্কার স্বচ্ছতা

স্বচ্ছ ভারত মিশন সাফল্যের সঙ্গে বদলে দিচ্ছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থার ছবি

Posted On: 12 SEP 2024 8:17PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ সেপ্টেম্বর ২০২৪

 

পরিচ্ছন্নতা কীভাবে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে পড়েছে এবং দেশকে উল্লেখযোগ্য পরিবর্তনের পথে নিয়ে যাচ্ছে, তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে সে সম্পর্কে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

 

প্রধানমন্ত্রীর ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে স্বচ্ছ ভারত মিশনের দশম বর্ষপূর্তিতে স্বভাব স্বচ্ছতা সংস্কার স্বচ্ছতা (চারটি '') অভিযান চালু করা হচ্ছে। ১৭ সেপ্টেম্বর এর সূচনা হবে এবং সমাপ্তি ঘটবে অক্টোবর, ২০২৪ তারিখে।

 

২০১৭ সাল থেকে উদযাপিত বার্ষিক স্বচ্ছতা হি সেবা অভিযান-এর সঙ্গে সামঞ্জস্য রেখেই এই প্রচারাভিযান। অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে স্বচ্ছ ভারত দিবস উদযাপনের প্রাক্ সূচনা হিসেবে এই প্রচারাভিযান চালানো হয়ে থাকে। আগের বছরগুলির মতোই এবারও জলশক্তি মন্ত্রকের অধীন পানীয় জল স্যানিটেশন দপ্তর (ডিডিডব্লুএস)-এর সঙ্গে কেন্দ্রীয় আবাসন নগর বিষয়ক মন্ত্রক যৌথ ভাবে এই প্রচারাভিযান চালাবে।

 

তিনটি মূল স্তম্ভের ভিত্তি করে এই স্বভাব স্বচ্ছতা সংস্কার স্বচ্ছতা (চারটি '') অভিযান চালানো হবে :

. স্বচ্ছতা কি ভাগীদারি - স্বচ্ছ ভারতের জন্য জনসাধারণের অংশগ্রহণ সচেতনতা।

. সম্পূর্ণ পরিচ্ছন্নতা - জটিল এবং নোংরা জায়গাগুলিতে বড় ধরনের স্বচ্ছতা অভিযান এবং স্বচ্ছতা লক্ষ্যমাত্রা ইউনিটগুলিতে (সিটিইউ) সময়সীমা বেঁধে পরিবর্তন।

. সাফাই মিত্র সুরক্ষা শিবিরপরিচ্ছন্নতা অভিযানের সঙ্গে যুক্ত কর্মীদের সেবা, সুরক্ষা, স্বাস্থ্য পরীক্ষার জন্য সম্মান শিবির এবং কল্যাণ।

 

এই অভিযানে জনসাধারণের অংশগ্রহণ (জন ভাগীদারি), পরিচ্ছন্নতার কাজে সাফল্য এবং স্যানিটেশন কর্মীদের (সাফাই মিত্র) গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেওয়া হবে

 

স্বচ্ছতা হি সেবা ২০২৩-এ ১৮ দিনের বেশি দেশজোড়া এই কর্মসূচিতে দৈনিক গড়ে ৬ কোটি মানুষের অংশগ্রহণ সহ ১০৯ কোটির বেশি নাগরিক এবং ভারত সরকারের ৭১টি মন্ত্রক দপ্তর যোগ দিয়েছিল। ১৮ দিনের বেশি দেশজুড়ে চলা 'পরিচ্ছন্নতার জন্য শ্রমদান' কর্মসূচিতে ৫৩ কোটি মানুষ, অর্থা দৈনিক গড়ে কোটি দেশবাসী অংশ নিয়েছিলেন এই প্রয়াসে উল্লেখযোগ্য সাফল্য মিলেছিল। প্রায় ,৬১১টি সমুদ্র সৈকত, ,৩৭১টি নদীর তীরের সংস্কার, ১৫,৫৭৬টির বেশি জলাভূমির পুনরুদ্ধার, ,৬২০টি পর্যটন স্থলের উন্নয়ন এবং জনসাধারণের ব্যবহৃত ,২৩,৮৪০টির বেশি স্থানের পুনরুদ্ধার। এছাড়া ১৬,০০০-এর বেশি জলাভূমি পরিষ্কার করা হয়েছে, ৮৭,০০০-এর বেশি বিভিন্ন প্রতিষ্ঠানের বাড়ির সংস্কার করা হয়েছে এবং প্রায় ৬৬,৭৭৯ আবর্জনাস্থল পরিষ্কার করা হয়েছে।

[1]

 

স্বচ্ছ ভারত মিশন

 

২০১৪ সালের অক্টোবর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন (এসবিএম)-এর সূচনা করেছিলেন, যা ভারতের সর্বজনীন পরিচ্ছন্নতায় আমূল পরিবর্তন এনেছিল। ২০১৯ সালে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকীর মধ্যে গোটা ভারতে "উন্মুক্ত স্থানে শৌচকর্ম" (ওডিএফ) বন্ধে এই অভিযান চালু করা হয়েছিল, যা দেশের স্বাস্থ্যবিধিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। গ্রামীণ ভারতে ১০০ মিলিয়নের বেশি শৌচাগার নির্মাণের মাধ্যমে লক্ষ লক্ষ ভারতবাসীর স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে এই মিশন হাতে নেওয়া হয়েছিল। গোষ্ঠী পরিচালিত স্যানিটেশন সংস্কারের ক্ষেত্রে এটি আন্তর্জাতিক মডেল হয়ে উঠেছে।

 

 

স্বচ্ছ ভারত মিশন - গ্রামীণ : পর্ব (২০১৪-২০১৯)

 

স্বচ্ছ ভারত মিশন - গ্রামীণ (এসবিএম-জি) পর্ব ছিল একটি নজিরসৃষ্টিকারী উদ্যোগ। এই পর্বটি গোটা বিশ্বে বৃহত্তম ব্যবহারবিধি পরিবর্তন আন্দোলন হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে, যার মাধ্যমে খোলা জায়গায় মল ত্যাগের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারাভিযান, শিক্ষা এবং পরিকাঠামোগত উন্নয়ন ঘটানো হয়েছে। এসবিএম-জি পর্ব ১ জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে ভারতের অঙ্গীকারের প্রতীক হয়ে উঠেছে। শৌচাগার নির্মাণ এবং স্যানিটেশন পরিকাঠামো শুধুমাত্র স্বাস্থ্যগত উন্নয়নসাধন করেনি, সেই সঙ্গে গ্রামাঞ্চলেও স্বাস্থ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।

স্বচ্ছ ভারত মিশন - গ্রামীণ : পর্ব (২০১৯-২০২৫)

প্রথম পর্বের সাফল্যের পথ ধরে এসবিএম-জি দ্বিতীয় পর্ব চালু করা হয়েছিল। লক্ষ্য ছিল ওডিএফ বজায় রাখা এবং ২০২৫-এর মধ্যে কঠিন ও তরল আবর্জনা সাফাইয়ে উপযুক্ত পরিচালন ব্যবস্থা গড়ে তোলা। এই পর্বে "সম্পূর্ণ পরিচ্ছন্নতা" বা পুরোপুরি পরিচ্ছন্নতা ওপর গুরুত্ব দেওয়া হয়। স্যানিটেশন পরিকাঠামোর উন্নতিতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ১.৪০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয়।

 

 

সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ভারতে ৫.৮৭ লক্ষের বেশি গ্রাম ওডিএফ প্লাস মর্যাদা অর্জন করেছে, ৩.৯২ লক্ষের বেশি গ্রাম কঠিন বর্জ্য ব্যবস্থাপনা রূপায়িত করছে এবং ৪.৯৫ লক্ষের বেশি গ্রাম তরল বর্জ্য ব্যবস্থাপনা চালু করেছে। এই পর্বে ১১.৬৪ কোটির বেশি বাড়িতে শৌচাগার এবং ২.৪১ লক্ষের বেশি কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স তৈরি করা হয়েছে।

 

স্বচ্ছ ভারত মিশন - শহরাঞ্চল

 

২০১৪ সালের ২ অক্টোবর স্বচ্ছ ভারত মিশন (শহর) (এসবিএম-ইউ) চালু করা হয়েছিল, যা ভারতের শহরাঞ্চলের স্যানিটেশন এবং পরিচ্ছন্নতাকে বদলে দিয়েছে। এই পর্বে লক্ষ্য ছিল, ১০০% ওডিএফ মর্যাদা, বৈজ্ঞানিক পদ্ধতিতে কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা (এসডব্লুএম) এবং "জন  আন্দোলন" (মানুষের আন্দোলন)-এর মাধ্যমে ব্যবহারিক পরিবর্তন।

সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ৬৩ লক্ষের বেশি বাড়িতে শৌচাগার এবং ৬.৩ লক্ষের বেশি গণ শৌচাগার তৈরি করা হয়েছে। এসবিএম-ইউ প্রকল্পের মাধ্যমে স্বচ্ছ ও স্বাস্থ্যসম্মত শহর গড়ে তোলা সম্ভব হয়েছে।

 

স্বচ্ছ ভারত মিশনের মূল উপযোগিতাসমূহ :

 

বিশ্বের প্রথম সারির বিজ্ঞান বিষয়ক পত্রিকা নেচার-এ সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষায় বিশেষজ্ঞরা স্বীকার করেছেন যে, স্বচ্ছ ভারত মিশন ভারতে শিশু এবং ৫ বছরের কম বয়সীদের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমিয়েছে, বছরে ৬০,০০০ থেকে ৭০,০০০ শিশুর মৃত্যু এড়ানো গেছে। ওই সমীক্ষায় বলা হয়েছে, এসবিএম শিশুদের জীবন রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। ২০১৪ সালে চালু হওয়া বিশ্বের অন্যতম বৃহত্তম বৃহ এই স্যানিটেশন কর্মসূচির লক্ষ্য ছিল, বাড়ি বাড়ি শৌচাগার নির্মাণের মাধ্যমে উন্মুক্তস্থানে মল ত্যাগ বন্ধ করা। এই অনন্য কর্মসূচি এখন দেশে সম্পূর্ণ পরিচ্ছন্নতা সুনিশ্চিত করেছে।

 

সামগ্রিক পর্যালোচনা গুরুত্বপূর্ণ প্রাপ্তিসমূহ :

 

ভারতের ৩৫টি রাজ্য এবং ৬৪০টি জেলা থেকে এক দশকের (২০১১-২০২০) তথ্য যাচাই করে জন্ম নেওয়া প্রতি হাজার শিশুতে শিশু মৃত্যুর হার (আইএমআর) এবং বছরের কম বয়সীদের মৃত্যুর হার (ইউ৫এমআর) হ্রাস পাওয়ার ঘটনাকে প্রাথমিক প্রাপ্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলাস্তরে সামাজিক ব্যবস্থা, সম্পদ এবং স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং স্যানিটেশনে উন্নতি ও শিশু মৃত্যুর হার পর্যালোচনা করে এই সমীক্ষা চালানো হয়েছিল।

 

উল্লেখযোগ্য প্রাপ্তির মধ্যে রয়েছে :

 

শৌচাগার ব্যবহার শিশু মৃত্যুর মধ্যে বিপরীত যোগসূত্র

ঐতিহাসিকভাবে ভারতে শৌচাগার ব্যবহারের সঙ্গে শিশু মৃত্যুর হারের বিপরীত যোগসূত্র রয়েছে।

 

প্রভাবের মাত্রা

২০১৪ সালে এসবিএম রূপায়ণের ফলে ভারতে শৌচাগার নির্মাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ২০১৪ সালে . লক্ষ কোটি টাকার বেশি ব্যয়ে ১১৭ মিলিয়েনের বেশি শৌচাগার নির্মিত হয়। ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে জেলা স্তরে ১০-শতাংশ পয়েন্ট বৃদ্ধিতে আইএমআর ০.৯ পয়েন্ট এবং ইউ৫এমআর গড়ে ১.১ পয়েন্ট কমেছে। আরও দেখা গেছে, যেখানে জেলাস্তরে ৩০% (এবং তার ঊর্ধ্বে) এলাকা এসবিএম-এর আওতায় এসেছে, সেখানে শিশু মৃত্যুর হার ব্যাপক হারে কমেছে। সামগ্রিক ভাবে দেখা গেছে, বছরে ৬০,০০-৭০,০০০ শিশুর জীবন রক্ষা পেয়েছে।

 

                     এসবিএম-এর অনন্য দৃষ্টিভঙ্গী

এসবিএম-এ শৌচাগার নির্মাণের পাশাপাশি তথ্য, শিক্ষা এবং যোগাযোগের ক্ষেত্রে বিপুল লগ্নি এবং গোষ্ঠীগত অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল, যা অতীতে ভারতে কোনো স্যানিটেশন প্রয়াসে দেখা যায়নি। সমীক্ষায় এসবিএম-এর সর্বাত্মক জাতীয় স্যানিটেশন কর্মসূচিতে শিশু মৃত্যুর হার হ্রাসের পাশাপাশি জনস্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রেও এর রূপান্তরমূলক ভূমিকা লক্ষ্য করা গেছে। সমীক্ষায় দেখা গেছে, এসবিএম-এর আওতায় শৌচাগার ব্যবহারের সুবিধার ফলে ভারতে শিশু মৃত্যুর জন্য প্রধানত দায়ী ডায়েরিয়া এবং অপুষ্টির মতো ঘটনা অনেক কমেছে।

 

ভবিষ্যতের প্রয়াসসমূহ

স্বচ্ছ ভারত মিশনকে আরও সর্বাত্মক এবং ধারাবাহিক ভাবে এগিয়ে নিয়ে যেতে দীর্ঘমেয়াদী স্যানিটেশন সমস্যার সমাধানের ওপর জোর দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে শহর ও গ্রামাঞ্চলে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা। "স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা"-এই ভাবনাকে সামনে রেখে এসবিএম-এর জন্য ভবিষ্য লক্ষ্য স্থির করা হচ্ছে, তৃণমূলস্তরে এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে গোষ্ঠীগত অংশগ্রহণকে শক্তিশালী করা, বর্জ্য ব্যবস্থাপনা পরিকাঠামো সম্প্রসারণ এবং ধারাবাহিক প্রয়াসের ওপর জোর দেওয়া হচ্ছে।

 

স্বচ্ছ স্বাস্থ্যকর ভারত গড়ে তুলতে সরকার, স্বেচ্ছাসেবী সংস্থা, কর্পোরেট এবং নাগরিকদের মধ্যে সমন্বয়ের ওপর জোর দিয়েছেন মন্ত্রী।

 

উপসংহার

স্বচ্ছ ভারত মিশন একটি রূপান্তরমূলক প্রয়াসের প্রতীক হয়ে উঠেছে, যা ভারতে স্যানিটেশনের ক্ষেত্রে বিপ্লব এনেছে। সেই সঙ্গে জনস্বাস্থ্যের ক্ষেত্রে ব্যাপক সচেতনতা তৈরি করেছে। লক্ষ লক্ষ শৌচাগারের ব্যবস্থা, শিশু মৃত্যুর হার হ্রাস এবং মহিলাদের সুরক্ষার উন্নতির মাধ্যমে এই মিশন ভারতীয়দের জীবনে গভীর প্রভাব ফেলেছে। এটি বিশ্বের অন্যতম বড় এবং সবচেয়ে সফল জনস্বাস্থ্য উদ্যোগ হিসেবে কাজ করে চলেছে। স্যানিটেশনের উন্নতি কীভাবে একটি স্বাস্থ্যকর, নিরাপদ এবং আরও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত হল এই প্রকল্প।

 

তথ্যসূত্র

https://www.myscheme.gov.in/schemes/sbm-g-i

https://swachhbharatmission.ddws.gov.in/about_sbm

https://sbm.gov.in/sbmgdashboard/StatesDashboard.aspx

https://sbmurban.org/

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2052319

 

স্বচ্ছ ভারত মিশনের পরিচালনাগত নির্দেশিকা সমূহ :

https://sbmurban.org/swachh-bharat-mission-progess

https://sbm.gov.in/sbmgdashboard/StatesDashboard.aspx

https://www.nature.com/articles/s41598-024-71268-8/figures/1

 

স্বচ্ছ ভারত মিশন শহরাঞ্চল . নিউজলেটার ২০২৪:

https://sbmurban.org/

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1923036

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2050197

 

পিডিএফ দেখতে এখানে ক্লিক করুন:

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/sep/doc2024912393301.pdf

 

 

 

PG/MP/AS


(Release ID: 2055311) Visitor Counter : 395


Read this release in: English , Urdu , Hindi