নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

ভোটদাতাদের সচেতন করতে প্যারালিম্পিকে তিরন্দাজি চ্যাম্পিয়ন শীতল দেবী ও রাকেশ কুমারকে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য জাতীয় আদর্শ হিসেবে মনোনীত করেছে নির্বাচন কমিশন

Posted On: 11 SEP 2024 8:01PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ সেপ্টেম্বর , ২০২৪


দেশজুড়ে ভোটদাতাদের সচেতন করতে নির্বাচন কমিশন প্যারালিম্পিকে তিরন্দাজি চ্যাম্পিয়ন শীতল দেবী ও রাকেশ কুমারকে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য জাতীয় আদর্শ হিসেবে মনোনীত করেছে। নির্বাচন সদনে আজ আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্য নির্বাচন আয়ুক্ত শ্রী রাজীব কুমার অন্য দুই আয়ুক্ত শ্রী জ্ঞানেশ কুমার এবং ডঃ সুখবীর সিং সান্ধুকে নিয়ে অর্জুন পুরস্কার প্রাপ্ত এবং নির্বাচন কমিশনের জাতীয় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি আদর্শ শ্রীমতী শীতল দেবী এবং তাঁর মিশ্র বিভাগে ডাবলস সহযোগী শ্রী রাকেশ কুমারকে সংবর্ধনা দিলেন প্যারিস গ্রীষ্মকালীন প্যারালিম্পিক ২০২৪-এর তিরন্দাজিতে ব্রোঞ্জ পদক জয়ের স্বীকৃতি স্বরূপ। অনুষ্ঠানে আয়োগের পক্ষ থেকে বিখ্যাত প্যারালিম্পিয়ান শ্রী রাকেশ কুমারকে নির্বাচন কমিশনের জাতীয় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আদর্শ হিসেবে ঘোষণা করা হয়।
শ্রীমতী শীতল দেবী তাঁর মা শ্রীমতী শক্তি দেবী এবং প্রশিক্ষক শ্রীমতী অভিলাষা চৌধুরী এবং শ্রী কুলদীপ কুমারকে আন্তরিকভাবে স্বাগত জানান মুখ্য নির্বাচন আয়ুক্ত শ্রী রাজীব কুমার এবং অন্য দুই আয়ুক্ত শ্রী জ্ঞানেশ কুমার এবং ডঃ সুখবীর সিং সান্ধু। 
কমিশন নির্বাচনকে সুগম এবং অন্তর্ভুক্তিমূলক করতে দায়বদ্ধতার ওপর জোর  দেওয়ার পাশাপাশি বলেছে যে, জম্মু কাশ্মীরের তরুণ ভবিষ্যৎ ভোটদাতা হিসেবে শীতল দেবী যুবাদের এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে অনুপ্রাণিত করেছেন। 
মুখ্য নির্বাচন আয়ুক্ত শ্রী রাজীব কুমার তাঁর ভাষণে বলেছেন, তাদের খেলার মতো জম্মু কাশ্মীরের এই তিরন্দাজরা নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়ে জম্মুকাশ্মীরের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটদাতাদের অংশগ্রহণ বৃদ্ধি করতে জুটি বাঁধবেন। তাদের সাহস এবং নিষ্ঠার জন্য চ্যাম্পিয়নদের প্রশংসা করে মুখ্য নির্বাচন আযুক্ত বলেন যে যখন সাম্য এবং সমতার নীতি অনুসরণ করা হয় তখন শারীরিক অক্ষমতাকে বাধা হিসেবে নয়, সমস্যার মোকাবিলায় অতিরিক্ত শক্তি অর্জনের সুবিধা হিসেবে দেখা হয়। তিনি আরো বলেন যে, শ্রীমতী শীতল দেবী এত কম বয়সে যুবা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কাছে প্রেরণা হয়ে উঠেছেন। তাদের উৎসাহিত করছেন খেলা এবং গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণে।
নির্বাচন আয়ুক্ত শ্রী জ্ঞানেশ কুমার প্যারালিম্পিয়ানদের অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের যাত্রা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য অনুপ্রেরণা এবং তারা নির্বাচন কমিশনের জাতীয় আদর্শ হিসেবে ভোটদাতাদের অংশগ্রহণে উৎসাহ দিতে সাহায্য করবেন। 
নির্বাচন আয়ুক্ত শ্রী এস এস সান্ধু নিষ্ঠা এবং অভিনিবেশের জন্য চ্যাম্পিয়নদের অনেকের বিশেষ করে যুব এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আদর্শ চরিত্র হয়ে উঠতে উৎসাহ দেন।
অনুষ্ঠানে শ্রীমতী শীতল দেবী এবং শ্রী রাকেশ কুমার জম্মু কাশ্মীরের ছোট শহর থেকে প্যারিস প্যারালিম্পিকে অংশগ্রহণ এবং পদক জয়ের অসাধারণ যাত্রার কাহিনীতে সকলকে মন্ত্রমুগ্ধ করে দেন। তাঁদের কাহিনী ধৈর্য এবং নিষ্ঠার প্রতীক।
এবছর ১৬ মার্চ ২০২৪ –এর সাধারণ নির্বাচনের ঠিক আগে শ্রীমতী শীতল দেবীকে আদর্শ হিসেবে ঘোষণা করা হয়েছিল। মাত্র ১৭ বছর বয়সে শীতল দেবী ভারতে তরুণতম প্যারালিম্পিক পদক জয়ী হয়েছেন। তাঁর সাফল্যের মধ্যে আছে ২০২৩ অলিম্পিক প্যারা গেমসে ব্যক্তিগত ও মিশ্র বিভাগে সোনা, ২০২৩-এর বিশ্ব তিরন্দাজি প্যারা চ্যাম্পিয়নশিপে রুপো এবং এশিয়ান প্যারা চ্যাম্পিয়নশিপে একাধিক পদক। 
আজ যাকে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য জাতীয় আদর্শ হিসেবে ঘোষণা করা হল সেই শ্রী রাকেশ কুমার টোকিও এবং প্যারিস প্যারালিম্পিক গেমসে তিরন্দাজিতে দুবার দেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ২০২৩–এর বিশ্ব তিরন্দাজি প্যারা চ্যাম্পিয়নশিপ এবং ২০২২-২৩ এ এশিয়ান প্যারা গেমসে মিশ্র দল বিভাগে সোনা জিতেছেন। তিনি ২০২২-২৩ ব্যক্তিগত এবং পুরুষদের দলগত বিভাগে রুপোও জেতেন। 


PG/ AP/SG


(Release ID: 2054123) Visitor Counter : 31


Read this release in: English , Urdu , Hindi , Tamil