শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

মেধাসত্ত্ব পুরস্কার ২০২৪ : উদ্ভাবন এবং উৎকর্ষের উদযাপন

Posted On: 05 SEP 2024 5:14PM by PIB Kolkata

 নয়াদিল্লি,  ৫ সেপ্টেম্বর, ২০২৪

 

শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রসার দফতরের অধীন পেটেন্ট, নকশা এনং ট্রেডমার্কস কন্ট্রোলার জেনারেলের দফতর(সিজিপিডিটিএম) মেধাসত্ত্ব পুরস্কার ২০২৪-এর জন্য আবেদন পত্র জমা দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। শিক্ষাক্ষেত্র, আর এন্ড ডি সংস্থা, এমএসএমই, স্টার্ট-আপ, নিগম, ব্যক্তিবর্গ সহ মেধাসত্ত্বের নানা ক্ষেত্রে অসাধারণ দক্ষতাকে চিহ্নিত করা এবং সম্মান প্রদর্শন করতেই এই উদ্যোগ। 

উদ্ভাবক, সংস্থা এবং পেশাদার যাঁরা জাতীয় মেধাসত্ত্ব পুরস্কারের ক্ষেত্রকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিয়ে চলেছেন তাঁদের কাজকে স্বীকৃতি দেওয়াই জাতীয় মেধাসত্ত্ব পুরস্কারের লক্ষ্য। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে। 

ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠান, আর এন্ড ডি সংস্থা, বৃহৎ নিগম, এমএসএমই, স্টার্ট-আপ সহ অন্য ক্ষেত্রগুলিকে সিজিপিডিটিএম এই সম্মানীয় পুরস্কারের জন্য আবেদনপত্র জমা দিতে অনুরোধ করছে। যুগান্তকারী গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে এই পুরস্কার বিভিন্ন সংস্থার কাছে গুরুত্বপূর্ণ সুযোগ এনে দেয়। এতে শিক্ষাক্ষেত্র, শিল্প এবং জনক্ষেত্রে তাদের মর্যাদা বৃদ্ধি পায় এবং কাজের সুযোগও বাড়ে। 

বিস্তারিত জানতে এবং ইমেল মারফত আবেদনপত্র জমা করতে আমাদের সরকারী ওয়েবসাইটটি দেখুন অথবা সিজিপিডিটিএম দফতরে যোগাযোগ করুন। অথবা E-mail: http://ipawards.ipo[at]gov[dot]in – তে আবেদন করুন। 

 

PG/ AB/AG


(Release ID: 2052518)