যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

অ্যাক্সেস প্রোভাইডারদের জন্য সংশোধিত নির্দেশাবালী জারি করল ট্রাই

Posted On: 30 AUG 2024 4:41PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ আগস্ট ২০২৪

 

ভারতের দূরসঞ্চার নিয়ন্ত্রক (ট্রাই) কর্তৃপক্ষ অ্যাক্সেস প্রোভাইডারদের জন্য যে নির্দেশাবলী এবছরের ২০ আগস্ট জারি করেছিল, তার বাধ্যবাধকতা মেনে চলার জন্য আরও এক মাসের অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছে। ট্রাই-এর এই পদক্ষেপের ফলে হেডার এবং কনটেন্ট টেমপ্লেটের অপব্যবহার রোধ করা সম্ভব হবে। ফলশ্রুতিতে দূরসঞ্চার ক্ষেত্রে গড়ে উঠবে এক সুরক্ষিত দক্ষ ব্যবস্থা। 

এই নতুন পদক্ষেপ অনুসরণ করে অ্যাক্সেস প্রোভাইডাররা তাদের স্ট্যাটাস কতটা আপডেট করে তুলতে পেরেছে সে সম্পর্কিত তথ্য সংশোধিত নির্দেশ জারির ১৫ দিনের মধ্যে জানানোর জন্য বলা হয়েছে।  


PG/SKD/AS


(Release ID: 2050540) Visitor Counter : 39
Read this release in: English , Gujarati , Urdu , Hindi