সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক

ডঃ বীরেন্দ্র কুমার আগামীকাল নতুন দিল্লিতে নেশা মুক্ত ভারত অভিযানের লক্ষ্যে গণশপথ অনুষ্ঠান পরিচালনা করবেন

Posted On: 11 AUG 2024 5:38PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ অগাস্ট, ২০২৪ 

 

ভারত ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের যখন প্রস্তুতি নিচ্ছে, তখন নেশা মুক্ত ভারত অভিযান পঞ্চমবর্ষে পদার্পণ করল। এই সাফল্যের স্বীকৃতি-স্বরূপ সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তর দেশ জুড়ে মাদক বিরোধী অভিযানের লক্ষ্যে একটি গণশপথ অনুষ্ঠানের আয়োজন করেছে। নতুন দিল্লিতে ১২ অগাস্ট বারখাম্বা রোড – এ মর্ডান স্কুলের ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার শপথবাক্য পাঠ করাবেন। এ বছরের নেশা মুক্ত ভারত অভিযানের মূল ভাবনা ‘বিকশিত ভারত কা মন্ত্র, ভারত হো নেশা সে স্বতন্ত্র’ (উন্নত ভারতের মন্ত্র হ’ল – দেশকে নেশা মুক্ত করে তোলা)। মাদক ব্যবহারের বিরুদ্ধে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন সংস্থা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা, এনসিসি, এনওয়াইকেএস সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তাঁরা অনলাইনে শপথ নেবেন। 
মাদক দ্রব্য সেবনে দেশের সামাজিক অবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে। এ ধরনের দ্রব্যের উপর নির্ভরশীলতা তৈরি হলে সংশ্লিষ্ট ব্যক্তির স্বাস্থ্যের অবনতি ঘটে। মনোরোগ চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধ নিয়মিত খেলে সেই ওষুধের উপর নির্ভরশীলতা বেড়ে যায়। এগুলির মধ্যে কিছু কিছু ওষুধ স্নায়বিক মনোরোগের কারণ হয়ে দাঁড়ায়। তাই, মাদক দ্রব্যের ব্যবহার এবং এর উপর নির্ভরশীলতাকে একটি মনস্তাত্ত্বিক – সামাজিক – চিকিৎসার ক্ষেত্রে সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। 
২০২০-র ১৫ অগাস্ট কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক নেশা মুক্ত ভারত অভিযানের সূচনা করে। ২০২৩ সালের অগাস্ট মাস থেকে দেশের প্রতিটি জেলা এই অভিযানে সামিল হয়। এর মূল উদ্দেশ্য, জনসাধারণকে মাদকের ব্যবহার সম্পর্কে সচেতন করে তোলা। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সহ নানা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালনের উপর গুরুত্ব দেওয়া হয়। হাসপাতাল পুনর্বাসন কেন্দ্র সম্পর্কে মানুষকে অবহিত করাও এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। 

 

PG/CB/SB…



(Release ID: 2044932) Visitor Counter : 3