প্রতিরক্ষামন্ত্রক

পোর্ট ব্লেয়ারে জরুরি-ভিত্তিতে ফিলিপিন্সের জখম নাবিককে উদ্ধার করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী

Posted On: 09 AUG 2024 4:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ অগাস্ট, ২০২৪ 

 

ভারতীয় উপকূল রক্ষী বাহিনী (আইসিজি) এক জরুরি অভিযান চালিয়ে পোর্ট ব্লেয়ারের মার্শাল দ্বীপ থেকে ৯ অগাস্ট, ২০২৪ তারিখ সকালে ফিলিপিন্সের জাহাজ অলিম্পিয়া জিআর থেকে ৩৯ বছর বয়সী এক জখম নাবিককে উদ্ধার করেছে। জাহাজটি হলদিয়া হয়ে ইন্দোনেশিয়া যাওয়ার পথে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থান করছিল। এই সময় জাহাজের ইঞ্জিন রুমে কাজ করতে গিয়ে বাম হাতের বুড়ো আঙুলে চোট পান ঐ নাবিক। জরুরি চিকিৎসার জন্য ৮ অগাস্ট, ২০২৪ তারিখে বিকেল ৪টে ৮ মিনিট নাগাদ জাহাজটি পোর্ট ব্লেয়ারের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি)-এর দিকে এগোতে থাকে এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর সাহায্য প্রার্থনা করে।


খবর পেয়েই তৎপর হয়ে ওঠে পোর্ট ব্লেয়ারের এমআরসিসি। সতর্ক করা হয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজ ও হেলিকপ্টারকে। সেইসঙ্গে, পোর্ট ব্লেয়ার থেকে উদ্ধারকারী জাহাজ সি-৪২৮’কে নিযুক্ত করা হয়। এই জাহাজটি অলিম্পিয়া জিআর থেকে আহত ঐ নাবিককে উদ্ধার করে পোর্ট ব্লেয়ারে নিয়ে আসে। এরপর, তাঁকে পোর্ট ব্লেয়ারের জি বি পন্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। 

PG/MP/SB…



(Release ID: 2043957) Visitor Counter : 4