রাষ্ট্রপতিরসচিবালয়

নিউজিল্যান্ডে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে বক্তব্য রাখলেন রাষ্ট্রপতি

ভারতের উন্নয়ন যাত্রায় অবদান রাখার ও শরিক হওয়ার অজস্র উপায় ভারতীয় সম্প্রদায়ের সামনে রয়েছে : রাষ্ট্রপতি মুর্মু

অকল্যান্ডে ভারত একটি বাণিজ্য দূতাবাস খুলবে

তিমোর-লেস্তের উদ্দেশে রওনা হলেন রাষ্ট্রপতি

Posted On: 09 AUG 2024 3:11PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ আগস্ট, ২০২৪


তাঁর নিউজিল্যান্ড সফরের শেষ দিনে অকল্যান্ডে ভারতীয় হাইকমিশন আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখলেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে রাষ্ট্রপতির সফরসঙ্গী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী জর্জ কুরিয়ান এবং সাংসদ শ্রী সৌমিত্র খাঁ ও শ্রী যুগল কিশোর উপস্থিত ছিলেন। 

এই অনুষ্ঠানে যোগ দিতে নিউজিল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রবাসী ভারতীয় অকল্যান্ডে এসেছিলেন। রাষ্ট্রপতি তাঁদের প্রশংসা করে বলেন, নিউজিল্যান্ডের উন্নয়ন ও সমৃদ্ধিতে প্রবাসী ভারতীয়দের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যবসা থেকে শিক্ষা, স্বাস্থ্য পরিচর্যা থেকে প্রযুক্তি – সব ক্ষেত্রেই তাঁদের অবদান অমূল্য।

প্রবাসী ভারতীয়দের ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, তাঁদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও সৃজনশীল চেতনার কোনো তুলনা নেই। এইসব গুণ প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের পথ দেখিয়েছে, ভবিষ্যতেও এগুলি আমাদের অনুপ্রাণিত করবে। 

ভারত ও নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্কের দ্রুত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, উচ্চস্তরীয় প্রতিনিধি দলের সফর ও আদানপ্রদান দুদেশের মধ্যে বোঝাপড়াকে আরও সুদৃঢ় করেছে এবং সহযোগিতার নতুন নতুন পথ খুলে দিয়েছে। নিউজিল্যান্ডের সরকার ও অধিবাসীদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁদের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি এবং সাদরে গ্রহণ করার মানসিকতার জন্যই ভারতীয় সম্প্রদায় এতটা উন্নতি করতে পেরেছে। 

রাষ্ট্রপতি জানান, অকল্যান্ডের প্রবাসী ভারতীয়দের দীর্ঘদিনের দাবি মেনে ভারত খুব শীঘ্রই অকল্যান্ডে একটি বাণিজ্য দূতাবাস খুলতে চলেছে। ভারত ও নিউজিল্যান্ডের কূটনৈতিক সম্পর্ক আরও নিবিড় করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

রাষ্ট্রপতি বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী ভারতীয়দের উন্নত ভারত গঠনের যাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখা হয়। ভারতের অগ্রগতিতে প্রবাসী ভারতীয়দের দক্ষতা, বিশেষ জ্ঞান ও অভিজ্ঞতা অত্যন্ত মূল্যবান।

অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি তাঁর ত্রিদেশীয় সফরের শেষ পর্বে তিমোর-লেস্তের উদ্দেশে রওনা হয়ে যান।

রাষ্ট্রপতির সম্পূর্ণ ভাষণের জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – 

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/aug/doc202489371001.pdf


PG/SD/SKD



(Release ID: 2043955) Visitor Counter : 2