সংস্কৃতিমন্ত্রক
এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রচারাভিযান
Posted On:
29 JUL 2024 4:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ জুলাই, ২০২৪
ভারত সরকারের এক ভারত শ্রেষ্ঠ ভারত (ইবিএসবি) কর্মসূচি বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্য ও ভাষা শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য, সঙ্গীত, রসনা এবং ক্রীড়াক্ষেত্রে কাঠামোগত আদান-প্রদান বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছে। এছাড়াও বিশেষ কিছু ক্ষেত্রে ইবিএসবি-র আওতায় জোর দেওয়া হয়েছে, সেগুলি হল,
যুবসঙ্গম : শিক্ষা ও সাংস্কৃতিক আদান-প্রদান বাড়াতে এবং ভাষাশিক্ষা ও ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আদান-প্রদান বাড়াতে বিশেষ উপযোগী।
কাশী-তামিল সঙ্গমম : ইবিএসবি-র আওতায় তামিলনাড়ু ও কাশীর মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এপর্যন্ত দুই পর্যায়ে কাশী-তামিল সঙ্গমম আয়োজন করা হয়েছে। এই দুই দফায় প্রায় ৩,৯০০ তামিল প্রতিনিধি ৮ দিনের জন্য বারাণসী, প্রয়াগরাজ ও অযোধ্যা সফর করেন।
এক ভারত সংস্কৃতি সঙ্গম : এটি একটি অনলাইনে সামাজিক মাধ্যমে পরিচালিত প্রচারাভিযান। ২০২৩-এর জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ১৮ থেকে ৩০ বছরের যুবকদের মধ্যে তা চালানো হয়। গান, নাচ, ছবিতোলা, চিত্রকলা ইত্যাদি বিভিন্ন বিভাগে মত আদান-প্রদান করেন অংশগ্রহণকারীরা।
যুবসঙ্গমের বিভিন্ন পর্যায়ে মোট ৫,২৮৪ জন যোগ দেন। এরমধ্যে মহারাষ্ট্র থেকে অংশ নেন ২৪৫ জন। সংস্কৃতি মন্ত্রক ইবিএসবি-র আওতায় বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করে। মহারাষ্ট্রে লোক কলা দর্শন, লোক নৃত্য ভারত-ভারতী, আদিবাসী নৃত্যউৎসব, লোকনাট্য উৎসব আদিবাসী চিত্রকলা সহ নানা বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়।
PG/ PM /AG
(Release ID: 2038621)
Visitor Counter : 63