বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
ভারতের ডিজিটাল চালচিত্রের সুরক্ষা
प्रविष्टि तिथि:
25 JUL 2024 6:52PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ জুলাই ২০২৪
ডিজিটাল লেনদেনের প্রশ্নে ভারত সারা বিশ্বে প্রথম সারিতে। এ দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত ৯৩ কোটি ৬০ লক্ষ। ভারতীয় ‘ডিজিটাল নাগরিক’রা ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, আর্থিক লেনদেন এবং সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে দৈনন্দিন জীবনে ডিজিটাল পন্থাকে আরও বেশি করে বেছে নিচ্ছেন।
এই ডিজিটাল লেনদেনের জগৎকে সুরক্ষিত রাখতে এবং সাইবার অপরাধ ও জালিয়াতির মোকাবিলায় ভারত সরকার অগ্রাধিকারের ভিত্তিতে একের পর এক নীতি রূপায়ণ করে চলেছে।
তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৭০(বি) ধারার আওতায় চালু করা হয়েছে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (সার্ট-ইন)। এর কাজ হল, ২৪X৭ ভিত্তিতে ভারতের সাইবার দুনিয়াকে সুরক্ষিত রাখা। অনভিপ্রেত ঘটনার খবর পাওয়া মাত্র সক্রিয় হয়ে ওঠে এর হেল্পডেস্ক। বিগত তিন বছরে সার্ট-দিন সাইবার অপরাধের বেশ কিছু ঘটনা নথিভুক্ত করেছে। ২০২১-এ এই ধরনের নথিভুক্ত ঘটনার সংখ্যা যেখানে ছিল ১ লক্ষ ২২ হাজার ৭৬৪, সেখানে ২০২২-এ তা দাঁড়ায় ২৭ হাজার ৪৮২ এবং ২০২৩-এ ২৩ হাজার ১৫৮।
লোকসভায় ২৪ জুলাই এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী শ্রী জিতিন প্রসাদ।
সার্ট-ইন-এর পাশাপাশি, সাইবার অপরাধের মোকাবিলায় কেন্দ্রীয় সরকার আরও নানা পদক্ষেপ নিয়েছে। গড়ে উঠেছে ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র। এদের পোর্টাল https://cybercrime.gov.in-এ সরাসরি অভিযোগ জানাতে পারেন মানুষ। স্বয়ংক্রিয় পন্থায় তা জানিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলকে। এছাড়াও তৈরি করা হয়েছে ‘নাগরিক আর্থিক সাইবার জালিয়াতি রোধ ব্যবস্থাপনা প্রণালী’। রয়েছে টোল-ফ্রি হেল্পলাইন নম্বর – 1930।
এছাড়াও, সাধারণ মানুষকে সাইবার দুনিয়ার বিপদ সম্পর্কে সচেতন করতে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার। নিয়মিত ভিত্তিতে সতর্ক করে দেওয়া হয় নাগরিকদের। আইন প্রণয়নকারী, আইনজীবী এবং বিচার বিভাগের আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে।
ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট, ২০২৩-এর লক্ষ্য হল, নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা। এইসব তথ্য ব্যবহার করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নেওয়া বাধ্যতামূলক। ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রেও সুনির্দিষ্ট বিধি-নিয়ম রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যাদি ভারতের মধ্যে রাখার নির্দেশ জারি করেছে।
উল্লেখপঞ্জী :
• https://sansad.in/getFile/loksabhaquestions/annex/182/AU410_EAb9rM.pdf?source=pqals
• https://sansad.in/getFile/loksabhaquestions/annex/182/AU312_VIEADr.pdf?source=pqals
• https://sansad.in/getFile/loksabhaquestions/annex/182/AU406_kUes7H.pdf?source=pqals
• https://www.cert-in.org.in/
• http:// https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/apr/doc2024423333101.pd
পিডিএফ-এ দেখুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/jul/doc2024725353601.pdf
PG/AC/DM
(रिलीज़ आईडी: 2037524)
आगंतुक पटल : 152