বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

অস্ট্রেলিয়া – ভারত কৌশলগত গবেষণা তহবিল কর্মসূচির ফল ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং

Posted On: 04 JUL 2024 11:17AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ জুলাই, ২০২৪ 

 

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর, ভূ-বিজ্ঞান দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী তথা প্রধানমন্ত্রীর দপ্তর, পরমাণু শক্তি দপ্তর, মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং অস্ট্রেলিয়া – ভারত কৌশলগত গবেষণা তহবিল কর্মসূচির পঞ্চদশ পর্যায়ের ফল ঘোষণা করলেন। 
এই গবেষণা কর্মসূচির আওতায় যেসব সফল প্রকল্পকে অর্থ দেওয়া হয়েছে, তাদের তালিকা রয়েছে আজ প্রকাশিত প্রেস বিবৃতিতে। অস্ট্রেলিয়া – ভারত কৌশলগত গবেষণা তহবিল কর্মসূচি (এআইএসআরএফ)-র লক্ষ্য হ’ল দু’দেশের মধ্যে গবেষণা সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধি করে বিভিন্ন সমস্যার মোকাবিলা। 
এ বছর এই প্রকল্পের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, জৈব প্রযুক্তি, শহরাঞ্চলে খনন, বৈদ্যুতিন বর্জ্য প্রক্রিয়াকরণ, অতি সুলভ মূল্যে সৌর ও পরিবেশ-বান্ধব হাইড্রোজেন প্রযুক্তি সংক্রান্ত ৫টি উদ্যোগে অর্থ সহায়তা করা হচ্ছে। 
ডঃ সিং , গবেষণা ও উদ্ভাবনার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। অস্ট্রেলিয়ার শিল্প ও বিজ্ঞান মন্ত্রী এড হিউজিক জানান, এই দ্বিপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে গত ১৮ বছরে ৩৬০টিরও বেশি গবেষণা প্রকল্পে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। 
ভারতের যেসব সংস্থা এক্ষেত্রে সহায়তা পাচ্ছে, তারা হ’ল – পাঞ্জাব রিমোট সেন্সিং সেন্টার (লুধিয়ানা), আইআইটি দিল্লি, আইআইটি বম্বে, আইআইএসসি ব্যাঙ্গালোর এবং অ্যাবজেনিক্স লাইফ সায়েন্সেস্‌ প্রাইভেট লিমিটেড (পুণে)। 

 

PG/AC/SB


(Release ID: 2030735) Visitor Counter : 51