প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

অরুণাচল প্রদেশের দিরাং – এ এক অনুষ্ঠানে পর্বতারোহন প্রশিক্ষণ সংস্থা নিমাস এভারেস্ট জয়ী পাঁচ জন প্রাক্তনীকে সংবর্ধিত করল

Posted On: 19 JUN 2024 9:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ জুন, ২০২৪ 

 

অরুণাচল প্রদেশের দিরাং – এ এক অনুষ্ঠানে পর্বতারোহন প্রশিক্ষণ সংস্থা ন্যাশনাল ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস্‌ বা নিমাস এভারেস্ট জয়ী ৫ জন প্রাক্তনীকে সংবর্ধিত করল। এদের মধ্যে কাবাক ইয়ানো ২০২৪ সালে, তাগিত সোরাং আব্রাহাম ২০২১ সালে এবং তাশি ইয়াংজম এককভাবে এভারেস্ট জয় করেছেন। ২০১৮’য় নিমাস – এর অধিকর্তার নেতৃত্বাধীন দলের সদস্য হিসেবে এভারেস্ট জয় করেছেন টংচেন নিমসোঙ্গা এবং দর্জি খান্ডু। এদের হাতে সম্মাননা তুলে দেন নিমাস – এর অধিকর্তা কর্ণেল রণবীর সিং জামোয়াল। 
অনুষ্ঠানে বুনিয়াদী পর্বতারোহন পাঠক্রম শের নম্বর ৪৮ – এর ১২০ জন শিক্ষার্থীর উদ্দেশে নিমাস – এর অধিকর্তা বলেন, এই প্রাক্তনীরা তাঁদের গর্ব। শিক্ষার্থীদের সাফল্যও কামনা করেন তিনি। 

PG/AC/SB…


(Release ID: 2027165) Visitor Counter : 44


Read this release in: English , Urdu , Hindi