স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জে পি নাড্ডা তাপপ্রবাহ পরিস্থিতি এবং তাপপ্রবাহের মোকাবিলায় হাসপাতালগুলির প্রস্তুতি পর্যালোচনা করেছেন

Posted On: 19 JUN 2024 8:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ জুন, ২০২৪

 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জে পি নাড্ডা আজ এখানে স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে তাপপ্রবাহ পরিস্থিতি এবং তাপপ্রবাহের মোকাবিলায় হাসপাতালগুলির প্রস্তুতি পর্যালোচনা করেছেন। 

স্বাস্থ্যমন্ত্রী আধিকারিকদের, তাপপ্রবাহে অসুস্থদের সেরা চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য হাসপাতালগুলির প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

শ্রী নাড্ডা কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলিতে বিশেষ তাপপ্রবাহ ইউনিট শুরু করারও নির্দেশ দিয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে আজ স্বাস্থ্য মন্ত্রক পরামর্শ জারি করেছে। 

রাজ্য স্বাস্থ্য দপ্তরগুলিকে ২০২৪-এর তাপপ্রবাহ সংক্রান্ত পরামর্শ 

আবহাওয়ার চলতি পরিস্থিতি লক্ষ্য করে বলা যায় দেশে এবারে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে। স্বাস্থ্যের ওপর প্রবল গরমের প্রতিক্রিয়া মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরকে প্রস্তুত থাকতে হবে এবং সময় মতো ব্যবস্থা নিতে হবে।

ন্যাশনাল প্রোগ্রাম ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান হেল্থ (এনপিসিসিএইচএইচ)-এর অধীনে রাজ্যের তত্বাবধায়ক আধিকারিকদের নিম্নলিখিত কাজগুলি নিশ্চিত করতে হবে। 

১. সব জেলায় নির্দেশাবলী পাঠাতে হবে

২. তাপপ্রবাহ জনিত স্বাস্থ্যের অবনতির মোকাবিলায় ব্যবস্থা নিতে হবে

৩. জলবায়ু পরিবর্তন এবং মানব স্বাস্থ্য বিষয়ে রাজ্য এবং জেলার টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করতে হবে

৪. তাপপ্রবাহ সংক্রান্ত অসুস্থতা এবং মৃত্যুর বিষয়ে রিপোর্ট দিতে হবে

৫. আগাম সতর্কতা জারি করতে হবে

৬. স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ জারি করতে হবে এবং সচেতনতামূলক পরিকল্পনা করতে হবে

৭. সচেতনতা অভিযান এবং সক্ষমতা বৃদ্ধি

৮. তাপপ্রবাহ জনিত প্রবল পরিস্থিতির প্রতিরোধ এবং ব্যবস্থাপনার জন্য হাসপাতালগুলির প্রস্তুতি

৯. চরম উত্তাপের ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থার সর্ববিধ আগাম পরিকল্পনা

১০. জনসমাবেশ এবং খেলাধুলার আয়োজনে বিশেষ প্রস্তুতি


    


PG/AP/NS



(Release ID: 2027158) Visitor Counter : 12