ভূ-বিজ্ঞানমন্ত্রক

হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং আসাম – মেঘালয়ে আগামী দু’দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং পরবর্তীতে ইতস্তত বৃষ্টির পূর্বাভাস

Posted On: 18 JUN 2024 4:15PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ জুন, ২০২৪ 

 

আবহাওয়া দপ্তরের আজ সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত গত ২৪ ঘন্টার তথ্য: 
পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি এবং উত্তর প্রদেশের বেশিরভাগ স্থানে; হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, বিহার, উত্তর মধ্যপ্রদেশের কোনও কোনও অঞ্চলে এবং উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ, ওড়িশা এবং ঝাড়খন্ডের কয়েকটি জায়গায় তাপপ্রবাহ চলেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, জম্মু, উত্তর-পশ্চিম রাজস্থান ও মধ্যপ্রদেশেও কোনও কোনও স্থানে তাপপ্রবাহ হয়েছে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি অংশ, বিহার, ঝাড়খন্ড, মহারাষ্ট্র, ছত্তিশগড়, ওড়িশা, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অনুকূল পরিস্থিতির জন্য আগামী ৩-৪ দিন অগ্রসর হবে। 
বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত একটি শক্তিশালী অক্ষরেখা বিস্তৃত হওয়ায় অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ডমণিপুর, মিজোরাম ও ত্রিপুরা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে আগামী ৫ দিন বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২১ তারিখ পর্যন্ত হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 
উত্তর-পূর্ব আরব সাগরে সৌরাষ্ট্র সন্নিহিত অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় এবং বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য অংশে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ায় আগামী ৫ দিন গুজরাট, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রয়্যালসীমা, তেলেঙ্গানা, তামিলনাডু, পুদুচেরী এবং করাইকল-এও আগামী ৫ দিন বিভিন্ন স্থানে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 
উত্তর ভারত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় অসহ্য গরম ও আর্দ্র অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি অব্যাহত থাকবে। 

PG/CB/SB



(Release ID: 2026519) Visitor Counter : 17


Read this release in: Urdu , English , Hindi , Marathi