ভূ-বিজ্ঞানমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় আবহাওয়া দপ্তর দিল্লির তাপমাত্রার তথ্য প্রকাশ করেছে

Posted On: 29 MAY 2024 8:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ মে, ২০২৪

 

ভারতীয় আবহাওয়া দপ্তর দিল্লির তাপমাত্রা সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। ২০২২ থেকে অটোমেটিক ওয়েদার স্টেশন (এডব্লিউএস) নেটওয়ার্ক চালু হয়। তারই ভিত্তিতে দিল্লি এবং সংলগ্ন অঞ্চলের ১৫টি নতুন জায়গার তাপমাত্রা এবং বৃষ্টিপাত সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। 

আবহাওয়া দপ্তর অনুযায়ী, ২৯ মে, ২০২৪ (আজ) পাঁচটি বিভাগীয় পর্যবেক্ষণাগার (সফদরজং, পালাম, আয়ানগর, রিজ এবং লোদি রোড) এবং ১৫টি এডব্লিউএস থেকে প্রাপ্ত তথ্য প্রকাশ করা হয়েছে। 

শহরের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.২ ডিগ্রি থেকে ৪৯.১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যান্য কেন্দ্রের তুলনায় মুঙ্গেশপুরে ৫২.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিলক্ষিত হয়। তবে, স্থানীয় কোন কারণ অথবা যান্ত্রিক ত্রুটি কিনা, বিষয়টি খতিয়ে দেখছে আবহাওয়া দপ্তর।

দিল্লিতে ২৯ মে, ২০২৪ অর্থাৎ আজ, গতকালের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমই ছিল। দুপুরে কয়েকটি জায়গায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা আরও কমে। আগামী ২-৩ দিন তাপপ্রবাহ পরিস্থিতি আরও কমবে। এইসঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং আরব সাগর থেকে দক্ষিণ-পশ্চিম বায়ু উত্তর-পশ্চিম ভারতের দিকে এগোনোয় তাপমাত্রা হ্রাস পাবে।

শহরাঞ্চলে তাপমাত্রার কম-বেশি হয় সাধারণত স্থানীয় কোন কোন কারণে যেমন, জলাভূমি, ঊষর জমি, কংক্রিট এবং ঘন বসতি ইত্যাদি।

দীর্ঘদিন ধরেই আবহাওয়া দপ্তর পাঁচটি প্রধান কেন্দ্র থেকে নিয়মিত পর্যবেক্ষণের ফলাফল জানিয়ে থাকে। আবহাওয়া দপ্তরের এই পাঁচটি বিভাগীয় পর্যবেক্ষণাগার থেকে পাওয়া দীর্ঘকালীন তথ্যের ভিত্তিতে এই অঞ্চলের তাপমাত্রার গতিপ্রকৃতির একটা ধারণা মেলে।


PG/AP/DM.


(Release ID: 2022273) Visitor Counter : 60


Read this release in: English , Urdu , Hindi , Tamil