যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

জালিয়াতির জন্য টেলিফোনের চেষ্টা ইত্যাদি নজরে এনে সাইবার অপরাধ মোকাবিলায় সহায়তা করছেন সজাগ নাগরিকরা

সাইবার অপরাধের মোকাবিলায় নাগরিক, সঞ্চার সাথী এবং টেলিকম দফতরের যৌথ প্রচেষ্টা

Posted On: 22 MAY 2024 3:07PM by PIB Kolkata

 নতুন দিল্লি ২২ মে ২০২৪


জালিয়াতির জন্য টেলিফোনের চেষ্টা ইত্যাদি নজরে এনে সাইবার অপরাধ মোকাবিলায় সক্রিয় ভূমিকা নিচ্ছেন সজাগ নাগরিকরা। এক্ষেত্রে তাঁরা ব্যবহার করছেন সঞ্চার সাথী পোর্টালের চক্ষু-রিপোর্ট সাসপেক্টেড ফ্রড কমিউনিকেশনশ ব্যবস্থাপনা।
এই সক্রিয়তার সুবাদে শুধু তাঁরাই নন, অগণিত মানুষ জালিয়াতির ফাঁদ এড়াতে পারছেন। বস্তুত সাইবার অপরাধের মোকাবিলায় সজাগ নাগরিকরাই প্রথম সারির সৈনিক। 
দায়িত্বশীল এই নাগরিকদের ভূমিকা টেলিযোগাযোগ দফতরের পক্ষেও সাইবার জালিয়াতি মোকাবিলায় বিশেষভাবে সহায়ক। এঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ওই দফতর। 
নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে টেলিযোগাযোগ দফতর সাইবার অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিচ্ছে। সম্প্রতি এলআইসি এবং স্টেট ব্যাঙ্কের আধিকারিকদের নাম করে ভুয়ো টেলিফোন মারফৎ নানান ধরনের প্রলোভন দেখিয়া সাধারণ মানুষকে প্রতারিত করার চেষ্টা করছে কিছু অসাধু ব্যক্তি।
১৯-০৫-২০২৪ তারিখে ১৪টি মোবাইল নম্বর থেকে এই ধরনের অপচেষ্টার কথা জানতে পেরেছে টেলিযোগাযোগ দফতর। 
টেলিযোগাযোগ দফতরের পদক্ষেপ:
প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। ২১-০৫-২০২৪ তারিখে সারা দেশে ৩৭২টি হ্যান্ড সেট ব্লক করে দেওয়া হয়েছে, আপাতভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে ৯০৬টি মোবাইল সংযোগ।
এই ধরনের জালিয়াতির চেষ্টা নজরে এলে সঞ্চার সাথী পোর্টালের  (http://www.sancharsaathi.gov.in/sfc) চক্ষু-রিপোর্ট সাসপেক্টেড ফ্রড কমিউনিকেশনশ ব্যবস্থাপনায় তা জানাতে নাগরিকদের অনুরোধ করেছে টেলিযোগাযোগ দফতর।
টেলিযোগাযোগ দফতর কিংবা টেলি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের আধিকারিকদের নাম করে ভুয়ো তথ্যাদি পরিবেশনের বিষয়ে ধারাবাহিক ভিত্তিতে সাধারণ মানুষকে সতর্ক করে চলেছে সরকার। এক্ষেত্রে মূলমন্ত্র হল:
•    সজাগ থাকুন
•    অবহিত করুন
•    প্রতিরোধ করুন সম্মিলিতভাবে
সঞ্চার সাথী পোর্টালের চক্ষু (चक्षु) ব্যবস্থাপনা সম্পর্কে:
টেলিযোগাযোগ দফতরের সঞ্চার সাথী পোর্টালে নবতম সংযোজন চক্ষু (चक्षु) । এর মাধ্যমে নাগরিকরা টেলিফোন, এসএমএস বা হোয়াটসঅ্যাপ মারফৎ জালিয়াতির ফাঁদে ফেলার প্রচেষ্টার কথা সহজেই টেলিযোগাযোগ দফতরের নজরে আনতে পারেন। ব্যাঙ্কের কেওয়াইসি পুনর্নবীকরণ, গোপন তথ্য ফাঁস ইত্যাদির ভয় দেখিয়ে জালিয়াতির চেষ্টা রুখে দেওয়ায় অত্যন্ত কার্যকরী এই ব্যবস্থাপনা।
 
PG/AC/CS



(Release ID: 2021387) Visitor Counter : 23