মানবসম্পদবিকাশমন্ত্রক

জাতীয় শিক্ষক পুরস্কার (উচ্চশিক্ষা)২০২৪-এর জন্য আবেদন জানানোর পোর্টালের উদ্বোধন করলেন শ্রী সঞ্জয় মূর্তি এবং শ্রী টি জি সীতারাম

আবেদন জানানোর শেষ দিন ২০ জুন ২০২৪

Posted On: 21 MAY 2024 6:43PM by PIB Kolkata

নতুন দিল্লি ২১ মে ২০২৪

 

জাতীয় শিক্ষক পুরস্কার (উচ্চশিক্ষা)২০২৪-এর জন্য আবেদন জানানোর পোর্টালের উদ্বোধন করলেন উচ্চশিক্ষা দফতরের সচিব শ্রী সঞ্জয় মূর্তি এবং এআইসিটিই-র চেয়ারম্যান শ্রী টি জি সীতারাম। 
         শিক্ষামন্ত্রকের আওতাধীন উচ্চশিক্ষা দফতরও আবেদন জানানোর ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে। কাজের উৎকর্ষের স্বীকৃতিতে পুরস্কৃত করা হবে প্রযুক্তি এবং প্রযুক্তিগত নয়- দুধরণেরই শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষকদের। যেসব বিভাগের শিক্ষকদের সম্মান জানানো হবে, সেগুলি হল ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি, স্থাপত্য বিদ্যা, গণিত, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, শিল্প ও সমাজ বিজ্ঞান, মানব বিজ্ঞান, ভাষা বিজ্ঞান, আইন বিদ্যা ইত্যাদি।
       আবেদন জানানোর শেষ তারিখ ২০ জুন ২০২৪। নির্বাচিত শিক্ষকদের পুরস্কৃত করা হবে ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসে।
      যোগ্যতা মান:
দেশের কলেজ, বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, পলিটেকনিকের শিক্ষকরা আবেদন জানাতে পারেন এই শর্তগুলি পূরণ হলে:
১) আবেদনকারী স্থায়ী ভিত্তিতে শিক্ষক
২) স্নাতক কিংবা স্নাতকোত্তর পর্যায়ে অন্তত ৫ বছর শিক্ষা দানের অভিজ্ঞতা রয়েছে
৩) আবেদন জানানোর শেষ দিনটিকে হিসেবে ধরে বয়স ৫৫ বছরের ওপরে নয়
৪) উপাচার্য/ অধিকর্তা বা অধ্যক্ষরা আবেদন জানাতে পারবেন না। তবে, অতীতে ওইসব পদে থাকলেও বর্তমানে শিক্ষদানের কাজে যুক্ত এবং বয়স ৫৫ বছরের কম হলে আবেদন করা যাবে। 


   আবেদন জানাতে ক্লিক করুন  (http://www.awards.gov.in)

 

PG/AC/CS…



(Release ID: 2021386) Visitor Counter : 21