ভূ-বিজ্ঞানমন্ত্রক

ভারতের আবহাওয়া দপ্তর মে মাসের প্রথম সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে

Posted On: 01 MAY 2024 3:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ মে, ২০২৪

 

আবহাওয়ার পূর্বাভাস এবং সতর্কতা :

আগামী ৫ দিন তাপপ্রবাহ, রাতের তাপমাত্রা উষ্ণ এবং উষ্ণ আবহাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পূর্ব ঝাড়খণ্ড, উত্তর ওড়িশা এবং রায়লসীমাতে আগামী তেসরা মে পর্যন্ত তাপমাত্রা ৪৪-৪৭ ডিগ্রি পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর তাপমাত্রা হ্রাস পেতে শুরু করবে। 

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এছাড়াও আসামের উত্তর-পূর্বাঞ্চলে আরও একটি ঘূর্ণাবর্ত পরিস্থিতি দেখা দিয়েছে। বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিমী ঝঞ্ঝা বাতাস উত্তর-পূর্বাঞ্চল ভারতের দিকে প্রসারিত হচ্ছে। এর প্রভাবে অরুণাচলপ্রদেশ, আসাম, মেঘালয়, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় আগামী ৫ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি, ঝঞ্ঝা বাতাস এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ ৩০-৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। 

অরুণাচলপ্রদেশ, আসাম এবং মেঘালয়ে ১ থেকে ২ তারিখ এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ১ থেকে ৩ তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত ভারি বৃষ্টি এবং ১ ও ২ তারিখ অরুণাচলপ্রদেশে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ আসাম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরায় অতিভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা তেসরা মে নাগাদ ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে। এর ফলে জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান এবং মুজাফ্ফরাবাদ, উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশে ৩-৬ তারিখ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং বরফপাত, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝঞ্ঝা বাতাসেরও সম্ভাবনা রয়েছে।

পশ্চিম উত্তরপ্রদেশে এবং হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থানে ৪-৬ তারিখ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে ১-৩ তারিখ ২৫-৩৫ কিলোমিটার বেগে ভারি বাতাস বইতে পারে। 

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশার বেশ কিছু অংশ, বিহার এবং পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত কিছু জায়গায় এবং ঝাড়খণ্ডে পয়লা এবং দোসরা মে পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। এর পরবর্তীকালে এইসব এলাকার কয়েকটি জায়গায় তাপপ্রবাহ ধীরে ধীরে হ্রাস পাবে।

রায়লসীমায় আগামী ৩ দিন কয়েকটি এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তেলেঙ্গানা, মধ্য কর্ণাটক, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে আগামী ৪-৫ দিন তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। কেরালায় ১ এবং ২ তারিখ এবং তামিলনাড়ুতে ১-৩ তারিখ পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।

কঙ্গন, মধ্য মহারাষ্ট্র, এবং গুজরাটে ১-৫ তারিখ পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। মারাঠওয়ারায় ৩-৫ মে পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। 

উপকূলবর্তী কর্ণাটক, কেরালা এবং মাহে-তে আগামী ৫ দিন এবং পশ্চিম আসামে গরম ও উষ্ণ আবহাওয়ার পরিস্থিতি বজায় থাকবে। ছত্তিশগড়ে ১-৩ তারিখ পর্যন্ত, মধ্য মহারাষ্ট্র এবং মারাঠওয়ারায় ৩-৫ এবং ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পয়লা এবং দোসরা মে রাতের তাপমাত্রা উষ্ণ থাকবে। 


    


PG/AB/NS…



(Release ID: 2019379) Visitor Counter : 73