পঞ্চায়েতিরাজমন্ত্রক
azadi ka amrit mahotsav

জাতীয় পঞ্চায়েতীরাজ দিবস উদযাপন উপলক্ষে ২৪ এপ্রিল, ২০২৪ তারিখে তৃণমূল স্তরে প্রশাসন নিয়ে জাতীয় আলোচনা সভার আয়োজন পঞ্চায়েতীরাজ মন্ত্রকের

Posted On: 22 APR 2024 5:56PM by PIB Kolkata

নতুন দিল্লি ২২ এপ্রিল ২০২৪


জাতীয় পঞ্চায়েতীরাজ দিবস উদযাপন উপলক্ষে ২৪ এপ্রিল, ২০২৪ তারিখে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে “৭৩ তম সংবিধান সংশোধনের তিন দশক পর তৃণমূল স্তরে প্রশাসন” শীর্ষক এক জাতীয় আলোচনা সভার আয়োজন করেছে পঞ্চায়েতীরাজ মন্ত্রক। এই আলোচনা সভার উদ্বোধন করবেন পঞ্চায়েতীরাজ মন্ত্রকের সচিব শ্রী বিবেক ভরদ্বাজ এবং গ্রামোন্নয়ন দফতরের সচিব শ্রী শৈলেশ কুমার সিং। উপস্থিত থাকবেন পঞ্চায়েতীরাজ মন্ত্রকের অতিরিক্ত সচিব ডঃ চন্দ্রশেখর কুমার এবং অন্যান্য পদস্থ আধিকারিকরা।

তৃণমূল স্তরে প্রশাসন নিয়ে এই আলোচনাসভার লক্ষ্য হল, সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে মত বিনিময় এবং সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি করা। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্য সরকার, এনআইআরডি অ্যান্ড পিআর, এসআইআরডি অ্যান্ড পিআর-এর ফ্যাকাল্টি সদস্যবৃন্দ, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, রাষ্ট্রসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এবং নাগরিক সমাজের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন। আলোচনার মূল বিষয়বস্তু হল, জন পরিষেবা প্রদানে পরিবর্তনের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ভূমিকা সহ এর সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি উদ্যোগসমূহ।

একদিনের এই আলোচনাসভায় পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন সাফল্য পর্যালোচনা করা হবে। চিহ্নিত করা হবে আগামীদিনের চ্যালেঞ্জসমূহ। সেইসঙ্গে তৃণমূল স্তরে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সুবিধা খতিয়ে দেখা হবে। গ্রামাঞ্চলে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নীতির পরিবর্তন এবং পঞ্চায়েতীরাজ সংস্থাগুলির শক্তি বৃদ্ধির ওপর এই আলোচনা সভায় জোর দেওয়া হবে। 


পঞ্চায়েতীরাজ মন্ত্রক এখন ডিজিটাল ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে চলেছে এবং স্মার্ট পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিচ্ছে। ডিজিটাল প্রযুক্তি রূপায়ণে প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। 

প্রতি বছর ২৪ এপ্রিল বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে জাতীয় পঞ্চায়েতীরাজ দিবস উদযাপন করে থাকে পঞ্চায়েতীরাজ মন্ত্রক। ১৯৯২ সালে ৭৩ তম সংবিধান সংশোধনী হয়েছিল এবং ২৪ এপ্রিল, ১৯৯৩-এ তা কার্যকর করা হয়। 

PG/MP/CS


(Release ID: 2018559) Visitor Counter : 91