বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

শ্রী রামলালার বিগ্রহের কপালে সূর্যরশ্মি স্পর্শের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স

Posted On: 17 APR 2024 8:11PM by PIB Kolkata

নতুন দিল্লি ১৭ এপ্রিল ২০২৪


অযোধ্যায় রাম মন্দিরে চৈত্র মাসে শ্রী রাম নবমী উপলক্ষ্যে বেলা ১২-টার সময় শ্রী রামলালার বিগ্রহের কপালে সূর্যরশ্মি স্পর্শ করানোর জন্য সূর্য কিরণ প্রকল্পের পরিকল্পনা করা হয়। এই প্রকল্প বাস্তবায়নে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের স্বয়ংশাসিত সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স(আইআইএ)গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আইআইএ-র বিজ্ঞানীরা সূর্যের অবস্থান নির্ণয় করে এর জন্য প্রয়োজনীয় নকশা তৈরি করেছেন।  
প্রতিবছর ইংরেজী বর্ষপঞ্জী অনুসারে রামনবমীর দিন পরিবর্তিত হয়। চান্দ্রবর্ষপঞ্জী অনুযায়ী এই দিন নির্ধারিত হয়। ফলে, এক এক বছর শ্রী রামনবমীর দিনে আকাশে সূর্যের অবস্থান আলাদা হয়। গণনা করে দেখা গেছে, ১৯ বছর অন্তর শ্রী রামনবমীর তারিখ এক হয়। জ্যোতির্বিজ্ঞানীরা গণনা করে সূর্যের অবস্থান নির্ণয় করে থাকেন।       
রামলালার মূর্তির উপর সূর্যরশ্মি স্পর্শ করার বিষয়টি নিশ্চিত করতে জ্যোতির্পদার্থবিজ্ঞানীরা যে পরামর্শ দিয়েছেন, সেই অনুসারে মন্দিরের নকশা তৈরি করা হয়েছে। এক্ষেত্রে লেন্স এবং আয়নার ব্যবহার যাতে যথাযথ হয় সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এরফলে, রামলালার বিগ্রহের কপাল যাতে ৬ মিনিট সূর্যের আলোয় আলোকিত থাকে, তা নিশ্চিত হয়েছে। এক্ষেত্রে আয়নার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ । যেহেতু মন্দিরের বেশকিছু কাজ এখনও বাকি রয়েছে, তাই আইআইএ-র বিশেষজ্ঞরা বর্তমান কাঠামোর সহায়ক পরিকল্পনা করেছেন। ফলস্বরূপ ১৭ এপ্রিল বিগ্রহের ওপর সূর্ষতিলক যথাযথভাবে ফুটে উঠেছে।পুরো কাজে ৪ টি আয়না এবং ২ টি লেন্স ব্যবহার করা হয়েছে। আইআইএ কারিগরি বিশেষজ্ঞরা রামনবমীর দিন বিগ্রহের ওপর সফল সূর্যতিলক তৈরির জন্য দীর্ঘদিন নিরন্তর পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন।   
পুরো প্রক্রিয়াটির বাস্তবায়নের জন্য সিএসআইআর-এর অধীনস্ত সিবিআরআই-কে দায়িত্ব দেওয়া হয়। সিবিআরআই রামলালার বিগ্রহের ওপর সূর্যতিলক তৈরির জন্য যে যন্ত্রের পরিকল্পনা করেছিল, সেটি ব্যাঙ্গালোর ভিত্তিক অপটিক্স সংস্থাটি তৈরি করেছে।  
মন্দিরের নির্মাণকাজ শেষ হলে মোট ৪ টি আয়না এবং ৪ টি লেন্সের সাহায্যে রামনবমীর দিনে বিগ্রহের ওপর সূর্যতিলক তৈরি করা হবে। তবে, আকাশ মেঘলা থাকলে অথবা বৃষ্টি হলে এই পদ্ধতি কার্যকর হবে না। ব্যবহৃত লেন্স এবং আয়নাগুলিকে যাতে সহজেই পরিস্কার করা যায়, তারজন্য যথাযথ পরিকল্পনা করা হয়েছে। 

PG/CB/CS



(Release ID: 2018175) Visitor Counter : 30