ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
সাপ্তাহিক ভিত্তিতে ডাল মজুতের তথ্য জানাতে রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ কেন্দ্রের
প্রধান প্রধান বন্দরের গুদাম এবং শিল্প হাবগুলিতে ডালের মজুত খতিয়ে দেখা হবে : ক্রেতা বিষয়ক দপ্তর
प्रविष्टि तिथि:
10 APR 2024 7:20PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ এপ্রিল, ২০২৪
সাপ্তাহিক ভিত্তিতে ডাল মজুতের তথ্য প্রকাশের বিষয়টি কার্যকর করার জন্য বুধবার দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। দেশের প্রধান প্রধান বন্দরের গুদাম এবং ডাল শিল্পের হাবগুলিতে কত ডাল মজুত রয়েছে, তা সময়ে সময়ে যাচাই করা হবে এবং মজুতের ব্যাপারে কোনোরকম মিথ্যা তথ্য পাওয়া গেলে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্যগুলির ক্রেতা বিষয়ক, খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রধান সচিব ও সচিবদের সঙ্গে ৫ এপ্রিল এক বৈঠক করেন ক্রেতা বিষয়ক দপ্তরের সচিব শ্রীমতী নিধি খারে। সেখানে ডালের মজুত সংক্রান্ত নীতি কার্যকর করার নির্দেশ দেন তিনি। ডালের মজুতের ওপর নজরদারির প্রয়োজনীয়তা সম্পর্কে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেওয়ার পাশাপাশি, মজুতদারি ও কালোবাজারির মাধ্যমে ডালের মূল্যবৃদ্ধি সম্পর্কেও সতর্ক করে দেন তিনি।
সেইসঙ্গে, ডাল আমদানিকারক বিভিন্ন সংস্থা এবং ডাল শিল্পের সঙ্গে যুক্ত প্রতিনিধিদের সঙ্গেও আমদানি এবং মজুতের তথ্য প্রকাশ নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা তাঁদের বক্তব্য পেশ করেন। আমদানিকারক এবং ঐ শিল্পের সঙ্গে যুক্ত প্রতিনিধিদের ডালের মজুত সম্পর্কে তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়। ডাল মজুত সংক্রান্ত তথ্য জানানোর প্রক্রিয়ায় গতি আনতে ক্রেতা বিষয়ক দপ্তর https://fcainfoweb.nic.in/psp/ একটি পোর্টাল চালু করেছে।
তুর, বিউলি, ছোলা, মুসুর এবং মুগ – এই পাঁচটি প্রধান ডাল ছাড়াও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে হলুদ ডালের আমদানি অনুযায়ী মজুতের ওপর নজর রাখতে বলা হয়েছে। ২০২৩-এর ৮ ডিসেম্বর থেকে ২০২৪-এর ৩০ জুন পর্যন্ত হলুদ ডাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
PG/MP/DM
(रिलीज़ आईडी: 2017692)
आगंतुक पटल : 100