ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
গমের মজুতের পরিমাণ ঘোষণা বাধ্যতামূলক করে নির্দেশ জারি করল সরকার
Posted On:
29 MAR 2024 11:20AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ মার্চ, ২০২৪
খাদ্য সুরক্ষা এবং অসাধু ব্যবসায়ীদের মজুতদারী রুখতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ব্যবসায়ী / পাইকারি ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ী এবং বড় বড় ব্যবসায়ীদের পোর্টাল (https://evegoils.nic.in/wheat/login.html)-এর মাধ্যমে মজুত থাকা গমের পরিমাণ ঘোষণা বাধ্যতামূলক করে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। ২০২৪-এর ১ এপ্রিল থেকে এই নির্দেশ কার্যকর হবে এবং তারপর থেকে পরবর্তী নির্দেশ জারি না করা পর্যন্ত প্রতি শুক্রবার এই মজুতের পরিমাণ জানাতে হবে।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সব ধরনের গম মজুতের পরিমাণ জানানোর সময়সীমা শেষ হচ্ছে ৩১.০৩.২০২৪ তারিখে। তারপর থেকে পোর্টালের মাধ্যমে এই গম মজুতের পরিমাণ জানাতে হবে। ইতিমধ্যে চাল মজুতের ক্ষেত্রেও একই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে। যাঁরা এখনও পর্যন্ত পোর্টালে নথিভুক্ত হননি, তাঁদের নথিভুক্তির নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতি শুক্রবার গম ও চালের মজুতের পরিমাণ জানাতে বলা হয়েছে।
দেশে দাম নিয়ন্ত্রণ এবং সহজলভ্যতা সুনিশ্চিত করার লক্ষ্যে খাদ্য ও গণবন্টন দপ্তর গম ও চালের মজুতের ওপর নজর রেখে চলেছে।
PG/MP/DM
(Release ID: 2016690)
Visitor Counter : 62