ভারতের প্রতিযোগিতা কমিশন
ল্যানকো অমরকন্টক পাওয়ার লিমিটেড-এর ১০০ শতাংশ অধিগ্রহণে আদানি পাওয়ার লিমিটেডকে সম্মতি সিসিআই-এর
प्रविष्टि तिथि:
26 MAR 2024 8:51PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ মার্চ, ২০২৪
ল্যানকো অমরকন্টক পাওয়ার লিমিটেড-এর ১০০ শতাংশ অধিগ্রহণে আদানি পাওয়ার লিমিটেডকে সম্মতি দিল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সিসিআই)।
আদানি পাওয়ার লিমিটেড আদানি গোষ্ঠীর একটি সংস্থা এবং ভারতে তাপবিদ্যুৎ উৎপাদন ব্যবসার সঙ্গে যুক্ত। গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ সহ ভারতের বিভিন্ন রাজ্যে এই সংস্থার তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে।
অন্যদিকে, ল্যানকো অমরকন্টক পাওয়ার লিমিটেড হল ল্যানকো গোষ্ঠীর অধীনস্থ একটি সংস্থা এবং ভারতে তাপবিদ্যুৎ উৎপাদন ব্যবসার সঙ্গে যুক্ত। এই অধিগ্রহণের ফলে ল্যানকোর ১০০ শতাংশ ইক্যুইটি শেয়ারের মালিকানা পেল আদানি পাওয়ার লিমিটেড।
PG/MP/DM
(रिलीज़ आईडी: 2016621)
आगंतुक पटल : 100