প্রতিরক্ষামন্ত্রক
বিআরও লাদাখের নিম্মু-পদম-দারচা সড়ক সংযুক্ত করেছে
Posted On:
26 MAR 2024 8:58PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ মার্চ, ২০২৪
সীমান্ত সড়ক সংস্থা বিআরও ২৫ মার্চ, ২০২৪ তারিখে লাদাখে কৌশলগত নিম্মু-পদম-দারচা সড়ক সংযুক্ত করেছে। ২৫৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কপথ মানালী থেকে লেহ্ পর্যন্ত যোগাযোগ স্থাপন করবে। কারগিলের দারচা এবং নিম্মু হয়ে লেহ্ মহাসড়কের মধ্য দিয়ে এই সড়ক নির্মিত হয়েছে।
এই সড়ক নির্মাণের জন্য ১৬ হাজার ৫৫৮ ফুট উচ্চতায় বিআরও শিনকুনলা সুড়ঙ্গ নির্মাণ করেছে। এর ফলে, লাদাখ অঞ্চলে সবরকম আবহাওয়ায় যাতায়াত করা সম্ভব হবে। এই পথ প্রতিরক্ষা ক্ষেত্রকে মজবুত করবে এবং জাঁসকার উপত্যকায় অর্থনৈতিক উন্নয়নকে উজ্জীবিত করবে।
সীমান্ত সড়ক সংস্থার মহানির্দেশক লেঃজেঃ রঘু শ্রীনিবাসন জানুয়ারি মাসে বলেছিলেন যে, জাঁসকার নদীতে যখন বরফ জমে যায়, তখন যোগাযোগ ব্যবস্থার কাজ সম্পূর্ণ করা হয়েছে। রাস্তার ওপর পীচ দেওয়ার কাজ শীঘ্রই শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই শিনকুনলা সুড়ঙ্গ নির্মাণের মধ্য দিয়ে লাদাখে সব আবহাওয়ার উপযোগী তৃতীয় পথ তৈরি হচ্ছে।
PG/PM/SB
(Release ID: 2016544)
Visitor Counter : 85