কেন্দ্রীয়মন্ত্রিসভা

আরও তিনটি সেমি-কন্ডাক্টর ইউনিটের অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

Posted On: 29 FEB 2024 3:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ তিনটি সেমি-কন্ডাক্টর ইউনিট তৈরির অনুমোদন দিয়েছে। আগামী ১০০ দিনের মধ্যে এই ইউনিটগুলির নির্মাণ কাজ শুরু হয়ে যাবে। 

সেমি-কন্ডাক্টর উৎপাদন এবং ভারতে তা নির্মাণ কৌশলের পরিমণ্ডল সংক্রান্ত বিজ্ঞপ্তি ২১/১২/২০২১-এ প্রকাশিত হয়। এতে মোট বাজেট বরাদ্দ ৭৬ হাজার কোটি টাকা। 

২০২৩-এর জুনে কেন্দ্রীয় মন্ত্রিসভা মাইক্রন-এর প্রস্তাব মেনে গুজরাটের সানন্দে একটি সেমি-কন্ডাক্টর ইউনিট গড়ে তোলার অনুমোদন দেয়। এই ইউনিটের কাজ দ্রুত এগিয়ে চলেছে। এই ইউনিট সংলগ্নই একটি বিরাট মাপের সেমি-কন্ডাক্টর পরিমণ্ডল গড়ে উঠছে।

টাটা ইলেক্ট্রনিক্স প্রাইভেট লিমিটেড (টিইপিএল) গুজরাটের ঢোলেরায় তাইওয়ানের পাওয়ারচিপ সেমি-কন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন (পিএসএমসি)-এর সঙ্গে যৌথ উদ্যোগে ৯১ হাজার কোটি টাকার একটি সেমি-কন্ডাক্টর ফ্যাব গড়ে তুলবে।

এটি গড়ে ওঠার ফলে কর্মসংস্থানের বিরাট সম্ভাবনা তৈরি হবে। আধুনিক প্রযুক্তি ক্ষেত্রে ২০ হাজার প্রত্যক্ষ নিয়োগ এবং ৬০ হাজার অপ্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ দেখা দেবে।

PG/AB/DM



(Release ID: 2015496) Visitor Counter : 59