প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের বুলন্দসরে ১৯,১০০ কোটি টাকার বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন

Posted On: 25 JAN 2024 3:29PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি, ২০২৪


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বুলন্দসরে ১৯,১০০ কোটি টাকার বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মধ্যে আছে রেল, সড়ক, তেল ও গ্যাস এবং নগরোন্নয়ন ও আবাসনের মতো গুরুত্বপূর্ম ক্ষেত্র।
প্রধানমন্ত্রী ভাষণে সমাবেশে আগত মা বোনেদের বিশেষ করে কৃতজ্ঞতা জানান। তিনি বুলন্দসরের এবং উত্তরপ্রদেশের মানুষকে ধন্যবাদ জানান। 
প্রধানমন্ত্রী ভূমিপুত্র কল্যাণ সিং-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন অযোধ্যাধামে রামলালার প্রাণপ্রতিষ্ঠায় কল্যাণ সিং-এর স্বপ্ন পূরণ হয়েছে। 
তিনি বলেন, উত্তরপ্রদেশের দ্রুত গতির উন্নয়ন বিকশিত ভারত গঠনে জরুরি। স্বাধীনোত্তর ভারতের প্রাদেশিক বৈষম্যের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উত্তরপ্রদেশ অবহেলিত হয়েছে শাসক শ্রেণির মানসিকতার জন্য।
২০১৭-য় উত্তরপ্রদেশে ডাবল ইঞ্জিন সরকার হওয়ার পর সমস্যার মোকাবিলায় নতুন পথ খুঁজে পাওয়া গেছে। আজকের অনুষ্ঠান সরকারে্র সেই প্রতিশ্রুতির ফল। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম উত্তরপ্রদেশ এখন সারা দেশে প্রধান কর্মসংস্থানের কেন্দ্র হয়ে উঠেছে। নবউদ্বোধিত টাউনশিপ কৃষিভিত্তিক শিল্পের পথ খুলে দেবে এবং স্থানীয় কৃষক ও মজুরদের লাভবান করবে বলে তিনি জানান। আখের দাম বৃদ্ধি এবং কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর জন্য ডাবল ইঞ্জিন সরকারের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী বলেন, কৃষক কল্যাণই সরকারের শীর্ষ অগ্রাধিকার। কৃষি ও কৃষি অর্থনীতিতে কৃষকদের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সমবায় সংস্থাগুলির ক্রমাগত আওতা বৃদ্ধির কথা জানান। কৃষি ক্ষেত্রের আধুনিকীকরণে নারীশক্তির ভূমিকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নমো ড্রোন দিদি গ্রামীণ অর্থনীতি এবং কৃষিতে ভবিষ্যতে বড় বল হয়ে উঠতে চলেছে। ছোটো কৃষক এবং মহিলাদের জন্য গত ১০ বছরে সরকারি কল্যাণ কর্মসূচির ওপর আলোকপাত করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, “এটা মোদীর গ্যারান্টি যে প্রত্যেক নাগরিক যেন সরকারের কর্মসূচির সুযোগ পায়। আজ দেশ মোদীর গ্যারান্টিকে গ্যারান্টি পূরণের গ্যারান্টি হিসেবে বিবেচনা করছে। তিনি বলেন, সব সমাজে কৃষক, মহিলা, দরিদ্র এবং যুবাদের স্বপ্ন একই। গত ১০ বছরে সরকারের সৎ প্রয়াসে ২৫ কোটি মানুষ দারিদ্র মুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, “আমার কাছে আপনারাই আমার পরিবার আপনাদের স্বপ্নই আমার সংকল্প”।

 

PG/AP /SG



(Release ID: 2015451) Visitor Counter : 25