সংস্কৃতিমন্ত্রক
সাহিত্য অ্যাকাডেমি ২৪টি ভারতীয় ভাষায় ২০২৩-এর অনুবাদ পুরস্কার ঘোষণা করেছে
Posted On:
13 MAR 2024 9:30AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ মার্চ, ২০২৩
নতুন দিল্লির রবীন্দ্র ভবনে সভাপতি শ্রী মাধব কৌশিকের অধ্যক্ষতায় সাহিত্য অ্যাকাডেমির কার্যনির্বাহী পর্ষদ বৈঠকে ২০২৩-এর সাহিত্য অ্যাকাডেমি অনুবাদ পুরস্কারের জন্য ২৪টি বই মনোনীত করেছে। প্রতিটি ভাষায় তিনজন সদস্যের মনোনয়ন কমিটির সুপারিশের ভিত্তিতে বইগুলি বেছে নেওয়া হয়। ১ জানুয়ারি, ২০১৭ থেকে ৩১ ডিসেম্বর, ২০২১-এর মধ্যে প্রকাশিত অনূদিত বইয়ের জন্য এই পুরস্কার।
এই পুরস্কারের মধ্যে রয়েছে নগদ ৫০ হাজার টাকা এবং একটি তাম্রফলক। এ বছরের শেষের দিকে বিশেষ অনুষ্ঠানে অনুবাদকের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
নির্বাচিত বই, লেখক এবং জুরি সদস্যদের নাম জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন -
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/mar/doc2024314324001.pdf
PG/AP/DM
(Release ID: 2014676)