সংস্কৃতিমন্ত্রক

২০২২ এবং ২০২৩-এর সঙ্গীত নাটক আকাদেমি ফেলোশিপ এবং পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি

Posted On: 06 MAR 2024 10:12PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ মার্চ, ২০২৪

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ২০২২ এবং ২০২৩-এর জন্য শিল্পকলা ক্ষেত্রে ৯১ জন বিশিষ্ট শিল্পীকে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার প্রদান করেছেন। এর মধ্যে দুটি যুগ্ম পুরস্কার রয়েছে। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ৬ মার্চ এই পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। আকাদেমি পুরস্কার প্রাপক ৯৪ জন শিল্পীর মধ্যে তিনজন শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। আকাদেমি যদিও আগামী দিনে তাঁদের হাতে এই ফলক ও পুরস্কার সামগ্রী তুলে দেবে। 

সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার ছাড়াও রাষ্ট্রপতি কলা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ৬ জন শিল্পীকে সঙ্গীত নাটক আকাদেমি ফেলোশিপ প্রদান করেন। কলা শিল্পের ক্ষেত্রে শিল্পীদের সঙ্গীত নাটক আকাদেমি ফেলোশিপ সর্বোচ্চ পুরস্কার হিসেবে স্বীকৃত। এই ফেলোশিপকে আকাদেমি রত্নও বলা হয়। ফেলোশিপ প্রাপকরা হলেন

১. ভারতীয় সঙ্গীতে, গোয়ার, বিনায়ক খেড়েকর 
২. ভারতীয় সঙ্গীতে, কর্ণাটকের, আর. বিশ্বেশ্বরন
৩. ভারতীয় নৃত্যে, মহারাষ্ট্রের, সুনয়না হাজারিলাল
৪. ভারতীয় নৃত্যে, যৌথ ফেলোশিপ প্রাপক, দিল্লির, রাজা ও রাধা রেড্ডি
৫. ভারতীয় নাট্যকলায়, আসামের, দুলাল রায়
৬. ভারতীয় নাট্যকলায়, উত্তরপ্রদেশের, ডি.পি. সিনহা

কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন এবং উত্তর পূর্বাঞ্চল এলাকা উন্নয়ন মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আইন ও বিচার এবং সংসদ বিষয়ক ও সংস্কৃতি প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল, সংস্কৃতি সচিব শ্রী গোবিন্দ মোহন, সঙ্গীত নাটক আকাদেমির চেয়ারম্যান ড. সন্ধ্যা পুরেচা এই সম্মানজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, শিল্প কেবলমাত্র শিল্পের জন্য নয়, এর এক সামাজিক দিকও রয়েছে। তিনি বলেন, ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে, যেখানে শিল্পীরা তাঁদের সৃষ্টিকর্মের মধ্য দিয়ে সামাজিক চেতনা জাগ্রত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ভারতীয় শিল্প, ভারতীয় সৃষ্টিশীল মেধাশক্তির এক উৎকৃষ্ট উদাহরণ। রাষ্ট্রপতি বলেন, বর্তমান সময়ে মানসিক চাপ এবং হতাশার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এর বহুবিধ কারণ রয়েছে। অন্যতম কারণ হল, আধ্যাত্মিক সুখলাভের থেকে আমরা বস্তুগত সুখের মুখাপেক্ষি হয়ে পড়ছি। তিনি বলেন, শিল্পের সঙ্গে সংযোগ, আমাদের সৃষ্টিশীল করে তুলতে পারে। শিল্প, আমাদের সত্যের সন্ধান এবং জীবনকে অর্থবহ করে তোলে। ভারতের বৈচিত্র্যের মাঝে ঐক্য রচনার কাজে শিল্পকলা এবং শিল্পীদের প্রভূত অবদান রয়েছে। তিনি বলেন, এই কাজের মধ্য দিয়ে সংবিধানে উল্লেখিত মৌলিক দায়িত্বকে তাঁরা পূরণ করেছেন।

রাষ্ট্রপতি বিগত সাত দশক ধরে শিল্পকলার প্রসারে সঙ্গীত নাটক আকাদেমির অবদানের প্রশংসা করেন। রাষ্ট্রপতি আকাদেমির ফেলোশিপ ও পুরস্কার প্রাপকদের অভিনন্দন জানান। এঁরা সঙ্গীত এবং নাট্যকলায় ভারতীয় শিল্পের ধারাকে বিভিন্ন আকার ও আঙ্গিকে আগামী দিনেও সমৃদ্ধ করে যাবেন বলে আশাপ্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি বলেন, এই পুরস্কার প্রদান অনুষ্ঠান কেবলমাত্র শিল্পীদের প্রতিভাকে সম্মান জানানোই নয়, এর মাঝে ভারতীয় সংস্কৃতির বৈচিত্র্যের দিকও ফুটে ওঠে। বিভিন্ন ফেলোশিপ ও পুরস্কারের মাধ্যমে ভারত সরকার কলাশিল্পের সশক্তি প্রদানে কাজ করে যাবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, একশোরও বেশি দুর্লভ কলাকৃতি যা প্রায় হারিয়ে যেতে বসেছিল, আকাদেমির ‘কলা দিক্ষা’ প্রশিক্ষণের মধ্য দিয়ে সেগুলিকে পুনরায় রক্ষা করা সম্ভব হয়েছে। 

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল আমাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতি রক্ষায় শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর আলোকপাত করেন।

১৯৫২ সাল থেকে আকাদেমি পুরস্কার প্রদান করা হচ্ছে। এর অর্থমূল্য ১ লক্ষ টাকা। সেইসঙ্গে একটি ফলক এবং অঙ্গবস্ত্র দেওয়া হয়। আকাদেমি ফেলোশিপের অর্থ মূল্য ৩ লক্ষ টাকা। এই সম্মানের মধ্য দিয়ে শিল্পকলা ক্ষেত্রে সর্বোচ্চ মান সাফল্যকে স্বীকৃতি জানানাই নয়, ব্যক্তিগত সুস্থায়ী কাজ এবং অবদানকেও স্বীকৃতি জানানো হয়।

 

PG/AB/SKD



(Release ID: 2012142) Visitor Counter : 42


Read this release in: English , Urdu , Hindi , Assamese