পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
মধ্যপ্রদেশের দিনদোরিতে সড়ক দুর্ঘটনায় নিহতদের জন্য অর্থ সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রী
Posted On:
01 FEB 2024 11:37AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের দিনদোরিতে সড়ক দুর্ঘটনায় নিহতদের জন্য অর্থ সহায়তার কথা ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স বার্তায় বলা হয়েছে, “মধ্যপ্রদেশের দিনদোরিতে দুর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা দেওয়া হবে। আহতরা পাবেন ৫০ হাজার টাকা করে: PM @narendramodi”.
PG/PM/SB
(Release ID: 2010275)
Visitor Counter : 80