অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

জিএসটি লঙ্ঘন নিয়ে ভুয়ো সমন সম্পর্কে সতর্কবার্তা

Posted On: 10 FEB 2024 7:33PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি,২০২৪

 

কিছু ব্যক্তি জিএসটি করদাতাদের কাছে জিএসটি লঙ্ঘন নিয়ে ভুয়ো সমন পাঠাচ্ছে। বিষয়টি ডিরেক্টরেট জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্স (ডিজিজিআই), সেন্ট্রাল বোর্ড অফ ইন্ডায়রেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি)-এর নজরে এসেছে। এসব ভুয়ো সমনকে আসল বলে মনে হতে পারে। কারণ, সেখানে ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর (ডিআইএন)-এর উল্লেখ রয়েছে। কিন্তু এই ডিআইএন ডিজিজিআই-এর অনুমোদিত নয়। এক্ষেত্রে ডিজিজিআই কঠোর পদক্ষেপ নিয়েছে। বিষয়টি সম্পর্কে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। 

করদাতাদের মধ্যে যাঁরা এ ধরনের সমন পাচ্ছেন, তা ভুয়ো বা সন্দেহজনক মনে হলে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট ডিজিজিআই / সিবিআইসি কার্যালয়ে জানান, যাতে এ ধরনের প্রতারণামূলক কাজকর্মের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। 

PG/MP/DM


(Release ID: 2005133) Visitor Counter : 92


Read this release in: English , Urdu , Hindi , Marathi