রাষ্ট্রপতিরসচিবালয়
প্রেস বিজ্ঞপ্তি
प्रविष्टि तिथि:
09 FEB 2024 3:19PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মূর্মু তিন বিশিষ্ট ব্যক্তিত্বকে ভারতরত্নে সম্মানিত করার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন।
১. শ্রী চৌধুরী চরণ সিং (মরণোত্তর)
২. শ্রী পি ভি নরসিমহা রাও (মরণোত্তর)
৩. ড. এম এস স্বামীনাথন (মরণোত্তর)
PG/CB/NS….
(रिलीज़ आईडी: 2004742)
आगंतुक पटल : 93