কৃষিমন্ত্রক
কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য
Posted On:
06 FEB 2024 6:19PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার সংক্রান্ত বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য ও এই সংক্রান্ত পরিকল্পনা গ্রহণের জন্য ২০১৬র এপ্রিল মাসে একটি আন্তঃমন্ত্রিস্তরীয় কমিটি গঠন করে। এই কমিটিটি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেয় তাতে কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য বিভিন্ন নীতি ও কর্মসূচির সুপারিশ করা হয়। কমিটি যে বিষয়গুলির ওপর জোর দেয় তা হল-
• শস্য উৎপাদন বৃদ্ধি
• যথাযথভাবে সম্পদের ব্যবহার ও উৎপাদন ব্যয় হ্রাস
• শস্যের ঘনত্ব বৃদ্ধি
• অতিরিক্ত শ্রমিক সংখ্যা কমানো ইত্যাদি
সরকার কৃষি ও কৃষক উন্নয়ন মন্ত্রকের জন্য বাজেট বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ২০১৩-১৪ সালে তা ছিল ২৭,৬৬২.৬৭ কোটি টাকা। ২০২৩-২৪ সালে তা বেড়ে হয়েছে ১,২৫,০৩৫.৭৯ কোটি টাকা।
এছাড়াও সরকারের তরফে কৃষকদের উন্নয়নের জন্য তাদের উৎপাদন বাড়াতে ও আয়ের ক্ষেত্রে সাহায্য করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারমধ্যে রয়েছে-
• প্রধানমন্ত্রী কিষাণের মাধ্যমে কৃষকদের আয় করতে সাহায্য করা
• প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (পিএমএফবিওয়াই)
• কৃষি ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ঋণ
• ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ
• জৈব কৃষিকাজে উৎসাহ প্রদান
• মৌমাছি প্রতিপালন ও মধুমিশন (এমবিএইচএম)
• কৃষক উৎপাদক প্রতিষ্ঠানগুলির প্রচার
• নমো ড্রোন দিদি
• কৃষকদের সয়েল হেল্থ কার্ড প্রদান
• জাতীয় কৃষি বাজার (ই-ন্যাম)এর সম্প্রসারণ
• ভোজ্য তেলের জন্য জাতীয় মিশন সূচনা
• কৃষি পরিকাঠামো তহবিল
• কিষাণ রেল চালুর মাধ্যমে ফসল সংরক্ষণে উন্নতি
• উদ্যান বিদ্যায় সুসংহত উন্নয়ন
• কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানীতে সাফল্য
এই প্রকল্পগুলির রূপায়ণের ফলে কৃষকদের আয় বৃদ্ধিতে ব্যাপক সহায়তা মিলেছে। আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ভারতীয় কৃষি গবেষণা পরিষদ একটি বই প্রকাশ করেছে তাতে দ্বিগুণের বেশি আয় বৃদ্ধি হয়েছে এমন ৭৫,০০০ কৃষকের সাফল্যের কাহিনী রয়েছে।
এছাড়াও পশুপালন ও ডেয়ারী বিভাগ কৃষকদের আয় বৃদ্ধিতে নানা পদক্ষেপ নিয়েছে। তারমধ্যে জাতীয় গোকূল মিশন, পরিকাঠামো উন্নয়ন, রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, তহবিল গঠন, সমবায় মাধ্যমে ডেয়ারীজাত পণ্য বিক্রয় ইত্যাদি রয়েছে। সরকার এই প্রকল্পগুলির জন্য ২০২৩-২৪ অর্থবর্ষে ৪০৯৫.৬৪ কোটি টাকা বরাদ্দ করেছিল। পরবর্তী অর্থবর্ষ অর্থাৎ ২০২৪-২৫এর জন্য এক্ষেত্রে ৪২১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে।
লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় কৃষি ও কৃষক উন্নয়ন মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা এই তথ্য জানান।
PG/PM/NS….
(Release ID: 2003800)
Visitor Counter : 87