কৃষিমন্ত্রক
কৃষকদের গড় আয়
Posted On:
06 FEB 2024 6:13PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ন বিষয়ক মন্ত্রক (এমওএসপিআই)-এর জাতীয় নমুনা সর্বেক্ষণ দপ্তর (এমএসএসও) কৃষি নির্ভর বাড়িগুলিতে ২০১৯-এর জানুয়ারি মাস থেকে এ বছরের ডিসেম্বর মাস পর্যন্ত একটি পরিস্থিতি নির্ণায়ক সর্বেক্ষণ চালায়। এর আগে ২০১৩-র জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এ ধরনের সমীক্ষা চালানো হয়েছিল। এই সমীক্ষার ফলাফল অনুযায়ী ২০১২-১৩ কৃষি বর্ষে কৃষকদের গড় আয় ছিল ৬ হাজার ৪২৬ টাকা। ২০১৮-১৯ কৃষিবর্ষে তা বেড়ে হয়েছে ১০ হাজার ২১৮ টাকা।
সরকার কৃষকদের প্রত্যক্ষ ও পরোক্ষ আয় বৃদ্ধির জন্য বিভিন্ন সংস্কারমূলক নীতি গ্রহণ ও রূপায়ন করেছে। সরকারের তরফে নিম্নলিখিত প্রচেষ্টাগুলি চালানো হচ্ছে।
• পিএম কিষাণ-এর মাধ্যমে কৃষকরদের আয় বাড়াতে সাহায্য করা
• প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (পিএমএফবিওয়াই)
• কৃষি ক্ষেত্রের জন্য প্রাতিষ্ঠানিক ঋণ
• ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারন
• দেশে জৈব কৃষিতে উৎসাহ প্রদান
• কৃষকদের প্রতিষ্ঠানের প্রচার
• কৃষকদের ‘সয়েল হেল্থ কার্ড’ প্রদান
• জাতীয় কৃষি বাজার (ই-ন্যাম) গঠন
• ভোজ্য তেলের জন্য জাতীয় মিশন-এর সূচনা
• কৃষি পরিকাঠামো তহবিল (এআইএফ)
• উদ্যান ক্ষেত্রে সুসংহত উন্নয়নের জন্য বিশেষ কর্মসূচি
• কৃষি এবং কৃষি নির্ভর পণ্যের রপ্তানীতে সাফল্য
• নমো ড্রোন দিদি প্রকল্পের সূচনা
ওপরে উল্লিখিত এই পন্থা-পদ্ধতির মাধ্যমে কৃষিক্ষেত্রে বিগত ৫ বছরে গড়ে বার্ষিক উন্নয়ন হার ৪ শতাংশের বেশি। আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ একটি বই প্রকাশ করেছে। সেই বইটিতে আয় অন্তত দ্বিগুণের বেশি হয়েছে এমন ৭৫০০০ কৃষকের সাফল্যের কাহিনী রয়েছে।
লোকসভায় আজ কেন্দ্রীয় কৃষি ও কৃষক উন্নয়ন মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান।
PG/PM/NS….
(Release ID: 2003453)
Visitor Counter : 70