পরিবেশওঅরণ্যমন্ত্রক

ম্যানগ্রোভ বনাঞ্চল পুনরুদ্ধারের জন্য প্রকল্প

Posted On: 05 FEB 2024 4:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ ফেব্রুয়ারি, ২০২৪ 


ম্যানগ্রোভ বনাঞ্চলের কার্বন সংরক্ষণ ক্ষমতা অনেক বেশি। এই ধরনের বনাঞ্চল বিভিন্ন ধরনের মাছের প্রজাতির সংখ্যা বৃদ্ধিতেও সহায়ক। সরকার উপকূলবর্তী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষা ও বৃদ্ধিতে একগুচ্ছ প্রকল্প গ্রহণ করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রক জাতীয় উপকূল মিশন কর্মসূচির আওতায় ম্যানগ্রোভ এবং কোরালরিফ সংরক্ষণের জন্য একটি প্রকল্প এনেছে। 
২০২৩-২৪ এর কেন্দ্রীয় বাজেটে ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার জন্য এমআইএসএইচটিআই( মিষ্টি)  প্রকল্পে বিশেষ অর্থ বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্প রূপায়ণে নির্দেশিকাও জারি হয়েছে। ৯টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ৫৪০ বর্গকিলোমিটার এলাকায় ম্যানগ্রোভ বনাঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত দেশে প্রায় ২৫২ বর্গকিলোমিটার এলাকা ম্যানগ্রোভ বনাঞ্চল বৃদ্ধি পেয়েছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত একথা জানিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে। 

PG/PM/SB…



(Release ID: 2002865) Visitor Counter : 45


Read this release in: English , Urdu , Hindi