অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বেঙ্গালুরু ও কলকাতার সঙ্গে অযোধ্যার সংযোগসাধনকারী প্রথম উড়ানের সূচনা করেছেন
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আজ থেকে সপ্তাহে তিনদিন এই উড়ান চালাবে
অযোধ্যা এখন উত্তরে দিল্লির সঙ্গে, পশ্চিমে আমেদাবাদের সঙ্গে, দক্ষিণে বেঙ্গালুরুর সঙ্গে এবং পূর্বে কলকাতার সঙ্গে সংযুক্ত : শ্রী সিন্ধিয়া
Posted On:
17 JAN 2024 1:32PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৭ জানুয়ারি, ২০২৩
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ বেঙ্গালুরু ও কলকাতার সঙ্গে অযোধ্যার সংযোগসাধনকারী প্রথম উড়ানের সূচনা করেছেন। অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী জেনারেল (ডক্টর) ভি কে সিং (অবসরপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।
শ্রী সিন্ধিয়া বলেন, অযোধ্যা এখন আমেদাবাদ, দিল্লি, কলকাতা ও বেঙ্গালুরুর সঙ্গে সংযুক্ত হল। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অযোধ্যায় ‘মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর’-এর সূচনা হওয়ার মাত্র ১৭ দিনের মধ্যে দেশের চার প্রান্তের সঙ্গে অযোধ্যা সংযুক্ত হয়েছে। যাঁরা অযোধ্যায় নব নির্মিত রাম মন্দির দেখতে আসবেন, এর ফলে তাঁদের সুবিধা হবে।
উত্তরপ্রদেশের বিমান পরিবহণ কাঠামো সম্পর্কে বলতে গিয়ে শ্রী সিন্ধিয়া খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলি বিমানবন্দর গড়ে তোলার জন্য উত্তরপ্রদেশ সরকারের প্রশংসা করেন। তিনি জানান, এই বছরে উত্তরপ্রদেশে বিমানবন্দরের সংখ্যা বেড়ে হবে ১৬। আগামী বছর এই সংখ্যা ১৯-এ গিয়ে পৌঁছবে।
অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী জেনারেল (ডক্টর) ভি কে সিং (অবসরপ্রাপ্ত) এই পরিষেবা চালুর জন্য এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে ধন্যবাদ জানান। সেইসঙ্গে এক্ষেত্রে সর্বতো সহযোগিতার জন্য উত্তরপ্রদেশ সরকারের প্রশংসা করেন তিনি।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে সপ্তাহে তিনদিন সোম, বুধ ও বৃহস্পতিবার এই পরিষেবা চালাবে।
PG/SD/SKD
(Release ID: 1997123)
Visitor Counter : 121